সুইডেনের এক নাগরিককে গ্রেপ্তার করেছে ইরান
১৩ সেপ্টেম্বর ২০২৩প্রায় ৫০০ দিন ধরে আটক করে রাখা হয়েছিল ওই যুবককে। কিন্তু সুইডেন দূতাবাস বারবার তার কথা জিগ্যেস করলেও ইরানের তরফের কোনো স্পষ্ট উত্তর দেয়া হয়নি। অবশেষে মঙ্গলবার ইরান জানিয়েছে, ৩৩ বছরের ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গত কয়েকবছরে একের পর এক বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে ইরান। গোপন তথ্য ফাঁস এবং রাষ্ট্রদ্রোহিতার মতো মামলা দিয়ে তাদের জেলে ঢোকানো হয়েছে। যা নিয়ে ইউরোপ এবং অ্যামেরিকা সরব। তাদের অভিযোগ, বিনা অপরাধে বহু নাগরিককে ইরান গ্রেপ্তার করে রেখেছে। মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে।
ইরানের বিচারবিভাগের মুখপাত্র জানিয়েছেন, ''সুইডেনের এই যুবক ফৌজদারি অপরাধ করেছে। তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে।''
গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের অন্যতম কূটনীতিক জোসেপ বরেল বলেছিলেন, সুইডেনের ওই যুবককে ৫০০ দিন ধরে ইরান আটকে রেখেছে। তারপরেই ইউরোপীয় ইউনিয়নে বিষয়টি নিয়ে রীতি তো আলোচনা হয়। ইউরোপীয় ইউনিয়নই কাজ করেন ওই যুবক।
ইরানের বিচারবিভাগের মুখপাত্র জানিয়েছেন, ওই যুবকের বিরুদ্ধে তদন্তের প্রক্রিয়া প্রায় শেষ। দ্রুত আদালতকে রিপোর্ট দেওয়া হবে। তার উপর দাঁড়িয়ে আদালত শাস্তি ঘোষণা করবে। এদিকে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী ওই যুবকের দ্রুত মুক্তির দাবি করেছেন। ওই ব্যক্তিকে সুইডেনের হাতে তুলে দেওয়া কথা বলা হয়েছে।
এর আগে পাঁচজন মার্কিন নাগরিককে গ্রেপ্তার করেছিল ইরান। তাদের গৃহবন্দি করা হয়েছে। ইরান বলেছে, অ্যামেরিকা যে ইরানের পাঁচ দশমিক ছয় বিলবিয়ন ইউরোর সম্পত্তি সিজ করেছে, তা ফেরত দিলে ওই ব্যক্তিদের ছেড়ে দেওয়া হবে।
এসজি/জিএইচ (ডিপিএ, এএফপি)