সুদান ছাড়ছেন বিদেশিরা
সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী আরএসএফ- এর যুদ্ধে আপাতত ৭২ ঘণ্টার বিরতি৷ মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যতায় যুদ্ধরত দুই পক্ষ বিরতিতে রাজি হওয়ায় দ্রুত বিদেশিদের সরিয়ে নেয়া হচ্ছে৷ ছবিঘরে বিস্তারিত...
জিবুতিতে স্পেনের নাগরিকদের অপেক্ষা
নয় দিন আগে সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)- এর মধ্যে সশস্ত্র লড়াই শুরু হয়৷ এতে এ পর্যন্ত অন্তত ৪২০ জন নিহত হয়েছে৷ রোববার মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধরত দুই পক্ষ ৭২ ঘণ্টার যুদ্ধবিরতিতে রাজি হলে সুদান থেকে বিদেশিদের সরানো শুরু হয়৷ ছবিতে জিবুতি বিমানবন্দরে স্পেনের নাগরিকরা৷ সুদান থেকে কিছুক্ষণ আগেই সেখানে পৌঁছেছেন তারা৷
প্রস্থানের অপেক্ষায় ফরাসি সৈন্যরা
ফরাসি সেনাবাহিনীর সদস্যরাও সুদান ছাড়ছেন৷ ছবিতে জিবুতিতে ফ্রান্সের সামরিক ঘাঁটি থেকে দেশে ফেরার অপেক্ষায় ফরাসি সেনাসদস্যরা৷
সহায়তায় সৌদি নৌবাহিনী
সৌদি নৌবাহিনীর জাহাজে পোর্ট সুদানে পৌঁছেছেন একদল বিদেশি৷ এক শিশুকে কোলে করে জাহাজ থেকে নামিয়ে তার পরিবারের সদস্যদের হাতে তুলে দিচ্ছেন সৌদি আরবের রয়েল নেভির সদস্যরা৷
জেদ্দা সমুদ্রবন্দরে ব্যস্ততা
অনেক বিদেশি সুদান থেকে সৌদি আরব হয়ে যার যার গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন৷ ওপরের ছবিতে এইমাত্র জেদ্দা সমুদ্র বন্দরে পৌঁছানো এক বিদেশিনীকে অভ্যর্থনা জানাচ্ছেন সৌদি রয়েল নেভির সদস্যরা৷
উদ্ধার তৎপরতায় স্পেনের সামরিক বিমান
কূটনীতিক এবং সাধারণ নাগরিকদের খুব তাড়াতাড়ি সুদান থেকে সরিয়ে নিয়েছে স্পেন সরকার৷ ছবিতে সুদানের রাজধানী খার্তুমে স্পেনের সেনাবাহিনীর বিমান ও গাড়ির বহর৷
ইতালীয়রাও সুদান ছেড়েছেন
ইটালির নাগরিকদের সুদান থেকে সরিয়ে নিতে এসেছে ইটালির বিমানবাহিনীর সি১৩০ এয়ারক্রাফট৷ সেই বিমানে গাদাগাদি করেই খার্তুম ছাড়ছেন ইটালির নাগরিকরা৷
জর্দানের নাগরিকদের স্বদেশে ফেরার আনন্দ
২৪ এপ্রিল সুদান থেকে আম্মানের সামরিক বিমানবন্দরে পৌছান জর্দানের এই নাগরিকরা৷ জর্দান বিমান বাহিনীর ঘাঁটিতে পা রেখে স্বদেশে ফেরাকে এভাবেই স্মরণীয় করে রাখেন তারা৷
জিবুতিতে ফরাসী নাগরিকরা
জিবুতিতে পৌঁছেছেন ফরাসি নাগরিকরা৷ ফরাসি সামরিক ঘাঁটিতে ফরাসি বিমান বাহিনীর বিমানেই নিয়ে আসা হয়েছে তাদের৷