1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সুদান থেকে নাগরিকদের সরালো জার্মানি

২৬ এপ্রিল ২০২৩

মঙ্গলবার সন্ধ্যায় ১২০ জন জার্মান নাগরিককে নিয়ে বিমান সুদান থেকে জর্ডন গেল।

https://p.dw.com/p/4QYeW
সুদান থেকে জার্মানদের জর্ডন নিয়ে যাওয়া হয়।
সুদান থেকে জার্মানদের জর্ডন নিয়ে যাওয়া হয়।ছবি: Florian Gaertner/photothek/IMAGO

সুদানে সংঘর্ষবিরতির সুযোগ নিয়ে জার্মান নাগরিকদের নিরাপদে দেশে ফেরানো হলো। মঙ্গলবার ১২০ জন নাগরিক ও কূটনীতিককে বিমানে করে প্রথমে জর্ডন নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তারা জার্মানিতে ফিরছেন।

জার্মানির প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ বিবৃতিতে জানিয়েছে, সুদান থেকে শেষ উদ্ধারকারী বিমান জর্ডন চলে গেছে। আর নতুন করে কোনো বিমান উদ্ধারের জন্য সুদানে যাবে না।

গত রোববার এই উদ্ধারকাজ শুরু হয়। এর দায়িত্ব দেয়া হয় বিমানবাহিনীর উপর। মোট ছয়শজনকে সুদান থেকে বের করে নিয়ে আসা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বেয়ারবক বলেছেন, যে সব জার্মান নাগরিক এখনো সুদানে আছেন, তাদের নিরাপদে দেশে ফেরানোর প্রয়াস জারি থাকবে।

সেনা ও আধাসামরিক বাহিনীর সংঘর্ষের পর খার্তুমের অবস্থা।
সেনা ও আধাসামরিক বাহিনীর সংঘর্ষের পর খার্তুমের অবস্থা।ছবি: Omer Erdem/AA/picture alliance

সুদানের কাছে একটি বিমানঘাঁটি থেকে জার্মানির উদ্ধারকারী বিমান ছেড়েছে। সুদানের সেনা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এই কাজ হয়েছে।

যুক্তরাজ্য জানিয়েছে, জার্মানি উদ্ধারের কাজ শেষ করে ফেলার পর তারা এবার ওই বিমানঘাঁটি ব্যবহার করে তাদের নাগরিকদের ফেরাবার কাজ শুরু করবে।

উদ্বাস্তুর স্রোত

জাতিসংঘের উদ্বাস্তু সংক্রান্ত সংগঠন ইউএনএইচসিআর জানিয়েছে, সুদানে যেভাবে তীব্র সংঘর্ষ হচ্ছে, তাতে সেদেশ থেকে প্রায় তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে দেশ ছাড়তে পারেন। আফ্রিকার বিভিন্ন দেশে সুদান থেকে হাজার হাজার মানুষ আসছেন। আগামী দিনে আরও আসতে পারেন বলে অনুমান করা হচ্ছে।

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)