সুদানে অভ্যুত্থান, জরুরি অবস্থা ঘোষণা
২৫ অক্টোবর ২০২১সুদানে তিন দশক ধরে দায়িত্ব পালন করা ওমর আল-বশিরকে ২০১৯ সালের এপ্রিলে পদত্যাগে বাধ্য করা হয়৷ এর তিন মাস পর দেশ পরিচালনায় সামরিক ও রাজনৈতিক দলের নিয়োগ দেয়া ব্যক্তিদের নিয়ে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছিল৷ ২০২৩ সাল শেষ হওয়ার আগে নির্বাচন আয়োজনের কথা ছিল তাদের৷
কিন্তু তার আগেই সোমবার এই ঘটনা ঘটলো৷ সুদানের রাজধানী খার্তুমের বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়েছে৷ রাষ্ট্রীয় টেলিভিশনে দেশাত্মবোধক গান প্রচার করা হচ্ছে৷
সুদান পরিচালনাকারী সভরেন কাউন্সিলের প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান জরুরি অবস্থা ঘোষণা করেছেন৷ তিনি ২০২৩ সালের জুলাইয়ের মধ্যে নির্বাচন আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছেন৷
প্রধানমন্ত্রী আব্দাল্লা হ্যামডককে আটক করে অভ্যুত্থানের পক্ষে বিবৃতি দিতে বলা হয়েছিল৷ কিন্তু তিনি তা না করায় তাকে গোপন কোনো জায়গায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে তথ্য মন্ত্রণালয়৷
বুরহানের বিবৃতিকে ‘সামরিক অভ্যুত্থান’ আখ্যায়িত করে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে তথ্য মন্ত্রণালয়৷ তারা বলছে, হাজার হাজার মানুষ ইতিমধ্যে অভ্যুত্থানের প্রতিবাদে রাস্তায় নেমেছেন৷ খার্তুমের সেনা সদরদপ্তরের সামনে তারা গোলাগুলির মুখে পড়েছেন৷ সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন বলে ডাক্তারদের এক সংগঠন ফেসবুকে জানিয়েছে৷
বিবাদ
অন্তর্বর্তী সরকারে সামরিক বাহিনীর ভূমিকা অনেকটা সম্মানজনক হওয়ার কথা ছিল৷ কিন্তু পররাষ্ট্রনীতি ও শান্তি আলোচনার বিষয়গুলো সামরিক বাহিনী হস্তক্ষেপ করছিল বলে অভিযোগ উঠেছিল৷
এদিকে, সরকারের বেসামরিক ব্যক্তিদের বিরুদ্ধে অব্যবস্থাপনা ও ক্ষমতা কুক্ষিগত করার অভিযোগ এনেছিল সামরিক বাহিনী৷
এই অবস্থায় কয়েকটি বিদ্রোহী গোষ্ঠী ও রাজনৈতিক দল বেসামরিক মন্ত্রিসভা বিলুপ্ত করতে সামরিক বাহিনীর প্রতি ঝুঁকেছিল৷
কর্তৃপক্ষ বলছে, গতমাসে ওমর আল-বশিরের সমর্থকরা অভ্যুত্থানের চেষ্টা করেছিলেন৷
জেডএইচ/কেএম (রয়টার্স, এএফপি)