1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সুন্দরবনে আবারও ধোঁয়ার কুণ্ডলি

৫ মে ২০২১

সুন্দরবনে দুদিন আগের নিভে যাওয়া আগুনের স্থানে আবার ধোঁয়ার কুণ্ডলি দেখা গেছে৷ তবে কোথাও আগুন জ্বলতে দেখা যায়নি৷

https://p.dw.com/p/3t00C
ছবি: bdnews24.com

বুধবার সকালে বনকর্মীরা ওই এলাকায় কয়েকটি স্থানে ধোঁয়ার কুণ্ডলি দেখতে পেয়ে পানি ছিটানো শুরু করেন৷ পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিটও তাদের সঙ্গে যোগ দেয়৷

সোমবার বেলা ১১টার দিকে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের দাসের ভারানি টহল ফাঁড়ি এলাকার ২৪ নম্বর কম্পার্টমেন্টে আগুন লাগে৷ 

আবারও ধোঁয়ার কুণ্ডলী দেখা যাওয়ার আগে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ‘‘মঙ্গলবার বিকালে আগুন পুরোপুরি নিভে গেছে৷ বিকালের পর পানি ছিটানো এলাকায় আগুনের ধোঁয়ার কোনো কুণ্ডলি দেখতে পাইনি৷ বিকাল ৪টায় আগুন নেভানোর কাজে অংশ নেওয়া ফায়ার সার্ভিস ও স্থানীয় গ্রামবাসীরা ফিরে গেছে৷’’

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য