সুযোগ পেলে রাজনীতিতে আসবেন সাকিব
১১ মে ২০২০হাসতে হাসতে বলেছেন, ‘‘সুযোগ না পেলে আফসোসও করবো না৷’’
ডয়চে ভেলে বাংলার ইউটিউব চ্যানেল ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ অনুষ্ঠানে হাজির হয়ে নিজের বর্তমান অবস্থা, ভবিষ্যত পরিকল্পনা, দলের অবস্থা, রাজনীতি ও তাঁকে ঘিরে নানা সমালোচনা নিয়ে খোলাখুলি কথা বলেন সাকিব৷
বর্তমানে পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের মেডিসনে আছেন তিনি৷ সেখানে গত ২৪ এপ্রিল সাকিবের দ্বিতীয় কন্যার জন্ম হয়৷ সাকিব মেয়ের নাম রেখেছেন ‘ইররাম’৷
বলেন, ইররাম শব্দের অর্থ জান্নাত৷
করোনা ভাইরাসের কারণে লকডাউনের এই সময়ে পরিবার ও দুই মেয়েকে সময় দিচ্ছেন জানিয়ে সাকিব বলেন, ‘‘প্রথম মেয়ে জন্মের সময় কাছে থাকতে পারিনি৷ তেমন সময়ও দিতে পারিনি৷ এবার সেটা সম্ভব হচ্ছে৷ অবশ্যই খুব কঠিন সময় পার করছি৷ তবে আমি সব সময় খারাপের মধ্যও ভালো কিছু খুঁজে নেওয়ার চেষ্টা করি৷ মেয়ের জন্মের সময় স্ত্রীর পাশে ছিলাম৷ বাচ্চাকে সময় দিচ্ছি৷ তবে খেলতে পারছি না এটা নিয়ে মনের ভেতর তো অস্বস্তি আছেই৷ যদিও পরিস্থিতির কারণে এখন কোনো খেলাই হচ্ছে না৷ কবে খেলা শুরু হবে সেটাও অনিশ্চিত৷ আমার নিষেধাজ্ঞার মেয়াদ আরো ৫-৬ মাস আছে৷ তার আগে খেলা শুরু হয়ে গেলে আমি তো খেলতে পারবো না৷’’
নিষেধাজ্ঞায় পড়ার এ ঘটনা থেকে শিক্ষা নিয়েছেন জানিয়ে তিনি আরো বলেন, ‘‘খেলতে পারছি না, বা আরো কয়েক মাস খেলতে পারবো না এটা মনে হলে খারাপ তো লাগেই৷ কিন্তু এ ঘটনা আমার জন্য একটা বড় শিক্ষাও৷ অনেক কিছু ঘটে যেটা আমরা গুরুত্ব দেই না বা অবহেলা করি৷ এটা আসলে ঠিক না৷ এখন এ শিক্ষা আমার হয়েছে৷’’
মাঠের পারফমেন্সে ধারাবাহিকতা ধরে রাখার কারণে খেলা নিয়ে সাকিবকে সমালোচিত হতে হয়নি৷ বরং মাঠের বাইরের নানা ঘটনায় তিনি অনেক বেশি সমালোচিত হয়েছেন৷ সম্প্রতি তাঁর একটি প্রতিষ্ঠানে বেতনের দাবিতে শ্রমিকদের আন্দোলনের পর এই ক্রিকেটার বেশ হন৷ সে ঘটনার দীর্ঘ জবাবও তিনি দিয়েছেন৷ নিজের ব্যবসা প্রতিষ্ঠার নিয়ে চাপে আছেন কিনা এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘‘এখনো আমি ব্যবসায় পুরোপুরি জড়াইনি৷ তবে যেসব প্রতিষ্ঠানের সঙ্গে আমার নাম আছে সেগুলোর দায়িত্ব তো আমাকে নিতেই হবে৷ আস্তে আস্তে এ বিষয়ে শিখছি৷ যেসব ঘাটতি আছে সেগুলো কিভাবে কাটিয়ে উঠা যায় সেগুলো নিয়েও ভাবছি৷
‘‘আমি নিজের সমালোচনা স্বাভাবিক ভাবেই নেই, নেতিবাচক মনে করি না৷ বরং এ সমালোচনা আমাকে আরো ভালো মানুষ হতে সহায়তা করেছে৷’’
করোনা সংকটকালে সাধারণ মানুষকে সাহায্য করতে ‘সাকিব আল হাসান ফাউন্ডেশন' গঠন করেছেন৷ এই ফাউন্ডেশন মূলত খেলাধূলা, শিক্ষা ও স্বাস্থ্য খাত নিয়ে কাজ করবে বলে জানান তিনি৷ নিজের সন্তুষ্টির জন্য তিনি এ ফাউন্ডেশন গঠন করেছেন৷
খেলোয়াড়দের অধিকার নিয়ে সব সময় সচেতন সাকিব উল্টো স্রোতে হেঁটে ক্রিকেট বোর্ডের কাছে নিজেদের দাবি দাওয়া জানাতে রীতিমত সংবাদ সম্মেলন ডেকে হইচই ফেলে দিয়েছিলেন৷
বোর্ড সেই সব দাবি পূরণ করেছে কিনা প্রশ্নের জাবাবে তিনি বলেন, ‘‘বেসিক বেশিরভাগ দাবিই পূরণ করা হয়েছে৷ যেগুলো হয়নি সেগুলো পূরণে সময় লাগবে৷ ওটার জন্য অপেক্ষা করতে হবে৷’’
অনেকের ধারণা বোর্ডের সঙ্গে ওই ঝামেলার কারণে সাকিবকে নিষেধাজ্ঞায় পড়তে হয়েছে৷ বা বোর্ড তাঁর বিষয়টি আরেকটু ভালোভাবে ট্যাকেল করতে পারতো কিনা এমন প্রশ্নে কিছুটা হেসে সাকিব বলেন, ‘‘অ্যান্টি-করাপশন ইউনিট স্বাধীন ভাবে কাজ করে৷ সংস্থাটি আইসিসির অধীনে হলেও স্বাধীন৷ তাই এরকম ধারণা যাদের আছে তাদের এ ধারণা না রাখাই ভালো৷’’
খেলায় ফিরতে মুখিয়ে থাকা সাকিব কিভাবে ফিটনেস ধরে রাখছেন জানতে চাইলে বলেন, ‘‘ঘরবন্দি এ সময়ে সবাই মানসিক চাপে আছে৷ আমিও এখন মানসিকভাবে নিজেকে চাঙ্গা রাখার চেষ্টা করছি৷’’
খেলায় ফেরার পর সাকিবকে অধিনায়ক হিসেবে দেখতে চান কিনা? ডয়চে ভেলে বাংলার একটি জরিপে ৩৯ শতাংশ দর্শক ‘হ্যাঁ’ এবং ৬৯ শতাংশ দর্শক ‘না’ এর পক্ষে ভোট দিয়েছেন৷
‘না' তে ভোট দেওয়া দর্শকরা মনে করেন অধিনায়কত্বের চাপ না নিয়ে বরং সাকিবের উচিত মাঠে সেরা পারফরমেন্স দেওয়ার দিকে বেশি মনযোগ দেওয়া৷
এ বিষয়ে সাকিব বলেন, ‘‘আগে খেলায় ফিরতে চাই৷ বাকিটা পরে৷ যেখান থেকে আমার খেলাটা বন্ধ হয়েছে আমি ঠিক সেখান থেকে আবার শুরু করতে চাই, আমার কাছে এটাই এখন একমাত্র চ্যালেঞ্জ৷ খেলায় ফেরাটা আমার কাছে সবচেয়ে জরুরি৷’’
২০২৩ সালের বিশ্বকাপ পরিকল্পনা নিয়ে তিনি বলেন, ‘‘একটা পরিকল্পনা তো সবারই থাকে৷ যদি সুযোগ পাই, সুস্থ থাকি এবং খেলতে পারি তবে তো খুব ভালো৷ দলও ভালো করবে বলে আমি মনে করি৷ ২০১৯ সালেও আমাদের ভালো সুযোগ ছিল, ছোট ভুলে হয়তো সেটা সম্ভব হয়নি৷ কিন্তু পরের বিশ্বকাপ এই উপমহাদেশ৷ তাই আমাদেরকে অন্য দলের ভয় করা উচিত হবে বলেই আমি মনে করি৷’’
নিজের সাফল্য সবসময় দারুণ উপভোগ করেন৷ নিজের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেন৷ এ প্রসঙ্গে ২০১৯ বিশ্বকাপে হঠাৎ করেই তিন নম্বরে ব্যাট করতে নামা নিয়ে বলেন, ‘‘দলের ভারসাম্য রাখতে চার বা পাঁচ নম্বরে ব্যাট করতাম৷ তবে মনে হত উপরে ব্যাট করলে আরো রান করতে পারবো৷ সেটা হলে তো নিচের দিকের ব্যাটসম্যানদের উপর চাপই পড়বে না৷
‘‘তাই আমি চ্যালেঞ্জ নিয়েই তিন নম্বরে ব্যাট করার সিদ্ধান্ত নিলাম৷ সিদ্ধান্ত ভালো বা খারাপ তা বলবো না৷ দুইটাই ভালো বা দুইটাই খারাপ৷ তবে কি কারণে সিন্ধান্ত নিচ্ছি সেটাই আসল৷ উদ্দেশ্য ভালো না খারাপ৷ যদি ভালোর জন্য নেন এবং সবাই যদি সেটা বিশ্বাস করে তবে খারাপ হলেও সেটা ভালো হয়ে যাবে৷ আর সবাই বিশ্বাস না করলে ঠিক সিদ্ধান্তও খারাপ হয়ে যায়৷’’
ওয়ানডে দলের নতুন অধিনায়ক তামিম ইকবাল সম্পর্কে সাকিব বলেন, ‘‘তামিম এর আগে ক্যাপ্টেন বা ভাইস ক্যাপ্টেন ছিল৷ ও একজন ভালো কোচ পেয়েছে৷ এছাড়া এখন দল পুনর্গঠনের কাজ চলছে৷ ও নিজের মত দল গড়ে নিতে পারবে৷ তাই আমি মনে করি ও অনেক ভালো করবে৷’’
বর্তমান দলের কী কী ঘাটতি আছে এবং কী কী করলে দল আরো উন্নতি করতে পারবে এমন প্রশ্নে সাকিব বলেন, ‘‘বিশ্বকাপের পর প্রতিটি দলই একটা ট্রানজেকশনের মধ্য দিয়ে যায়৷ সিনিয়র অনেকে বিদায় নেন, নতুন খেলোয়াড় আসেন৷ তাই স্বাভাবিক ভাবেই দল নতুন করে গড়ে তুলতে এক দেড় বছর সময় লেগে যায়৷ আমাদের দল ঠিক ট্রাকেই আছে৷ সময় দিলেই সব ঠিক হয়ে যাবে৷’’
অনুর্ধ্ব ১৯ দলের বিশ্বকাপ জয় খুবই অসাধারণ ঘটনা এবং তারা জাতীয় দলের হয়েও দেশের জন্য বিশ্বকাপ নিয়ে আসতে সক্ষম হবে বলে মনে করেন সাকিব৷ বলেন, ‘‘ওরা জানে কিভাবে বিশ্বকাপ জিততে হয়৷ ওরা অনেক ভালো খেলবে৷’’
ভবিষ্যতে বাংলাদেশ ছেড়ে মার্কিন মুলুকে পাড়ি জমানোর ইচ্ছা নেই জানিয়ে সাকিব বলেন, সুযোগ পেলে তিনিও মাশরাফীর মত রাজনীতিতে যোগ দিতে চান৷ ‘‘সব আসলে সময়ের উপর ছেড়ে দিতে হবে৷ কাল কী হবে তা কেউ জানে না৷ তবে ভবিষ্যতে সুযোগ আসলে অবশ্যই ওয়েলকাম করবো৷ কিন্তু সুযোগ না আসলে কোনো আফসোস থাকবে না৷’’
২০১৯ সালে সংসদ নির্বাচনে প্রার্থী হতে চেয়েছিলেন কিনা তা নিয়ে মুখ খুলতে রাজি হননি এ ক্রিকেটার৷ বলেন, ‘‘কিছু জিনিস গোপন থাকাই ভালো৷ তাহলে মানুষের আমাকে নিয়ে আগ্রহ থাকবে৷’’
অবসরের পর নিজের ফাউন্ডেশন নিয়ে জোরেশোরে কাজ করতে চান৷ এছাড়া, কৃষিখাতে আগ্রহ থাকায় এটা নিয়ে কাজ করতে চান জানিয়ে বলেন, ছোট বেলায় ধান কাটতে গিয়ে হাত কেটে ফেলছিলেন৷