সুষ্ঠু নির্বাচন না করলে বাংলাদেশিদের উপর মার্কিন নিষেধাজ্ঞা
২৪ মে ২০২৩ব্লিঙ্কেন জানান, সাবেক ও বর্তমান সরকারি কর্মকর্তা, সরকারপন্থি ও বিরোধী রাজনৈতিক দল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিচার বিভাগ ও নিরাপত্তা সংস্থার সদস্য এবং তাদের পরিবার এই ভিসা নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত হবেন৷
নতুন এই নীতির আওতায় মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে বাংলাদেশে নির্বাচন প্রক্রিয়ায় বাধা দানকারী যেকোনো বাংলাদেশি নাগরিকের উপর মার্কিন ভিসা বিধিনিষেধ আরোপ করা সম্ভব হবে৷
গত ৩ মে বাংলাদেশ সরকারকে এই বিষয়টি অবহিত করা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে৷
নির্বাচন প্রক্রিয়ার অবমূল্যায়ন বলতে ভোট চুরি, ভোটারদের হুমকি, সংগঠন করার অধিকার ও শান্তিপূর্ণ সমাবেশে অংশ নিতে বাধা দিতে সহিংসতা; পাশাপাশি রাজনৈতিক দল, ভোটার, সুশীল সমাজ এবং গণমাধ্যমকে মত প্রকাশে বাধা দেয়াকে বোঝানো হয়েছে৷
ব্লিঙ্কেন স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দায়িত্ব ভোটার, রাজনৈতিক দল, সরকার, নিরাপত্তা বাহিনী, সুশীল সমাজ এবং গণমাধ্যম সবার৷
তিনি বলেন, ‘‘বাংলাদেশে গণতন্ত্রকে অব্যাহত রাখতে চেষ্টা করা সবাইকে সমর্থন জানাতে আমি এই নীতি ঘোষণা করছি৷''