সেমিফাইনালে স্প্যানিশ টিনএজ তারকা পারাউয়েলোর চমক
১৬ আগস্ট ২০২৩নিউজিল্যান্ডের অকল্যান্ডে ৮০ মিনিট ম্যাচ গোলশূন্য থাকে৷ এরপর কঠিন সুইডিশ প্রতিরক্ষা ভেঙে দেন পারাউয়েলো৷ ৮১ মিনিটে সাবেক এই স্প্রিন্টার ও হার্ডলার গোল করে দলকে এগিয়ে নেন৷
গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে সুইডিশ শিবির৷ সাত মিনিট পরই দলকে সমতায় ফেরান রেবেকা ব্লমকভিস্ট৷ তবে এর ৯৩ সেকেন্ডের মাথায় স্প্যানিশ অধিনায়ক ওলগা কারমোনা জয়সূচক গোলটি করেন৷
কোনো বিশ্বকাপের সেমিফাইনালে গোল করা দ্বিতীয় টিনএজার পারাউয়েলো৷ ম্যাচ শেষে এই বার্সা ফরোয়ার্ড বলেন, ‘‘মুহূর্তটা ছিল ম্যাজিকের মতো৷ বিশ্বকাপের প্রথম গোলটি করাটাও ছিল ভিন্ন এক অনুভূতি৷ এরপর আবারো তা করতে পারা অবিশ্বাস্য৷''
পারাউয়েলো মূলত একজন অ্যাথলেট ছিলেন৷ তিনি স্পেনের অনূর্ধ-১৮ ও অনূর্ধ-২০-এ ৪০০ মিটার স্প্রিন্ট ও ৪০০ মিটার হার্ডলে রেকর্ড গড়েছেন৷ তবে বারবার ইনজুরিতে পড়ে অ্যাথলেটিক্স থেকে সরে আসেন তিনি৷ বেছে নেন ফুটবল৷ এতে যে খুব একটা ভুল করেননি তা পরিষ্কার৷
তার গতির কারণে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার চোখে পড়েন তিনি৷ সেখানে যোগ দিয়ে ২০২২-২৩ মৌসুমে ৩৪ ম্যাচে ১৭ গোল করেন, জেতেন লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ৷
কালিকা মেহতা/জেডএ