1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সেরা ব্লগ প্রতিযোগিতার বিজয়ী নির্ধারণের প্রক্রিয়া

৬ এপ্রিল ২০১১

ডয়চে ভেলের সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতার ভোটিং এবং বিজয়ী নির্ধারণ প্রক্রিয়া নিয়ে সম্প্রতি আমরা কিছু প্রশ্নের মুখোমুখি হয়েছি৷ বিজয়ী নির্ধারণের প্রক্রিয়া কিন্তু গোপনীয় কোন বিষয় নয়৷

https://p.dw.com/p/10o35
সেরা ব্লগ প্রতিযোগিতার লোগো

ব্লগ নথিভুক্ত করা এবং বিচারকের বাছাই

প্রতিযোগিতার প্রথম পর্যায়ে আমরা আমাদের ওয়েবসাইট thebobs.com -এ বিভিন্ন ব্লগ ঠিকানা নথিভুক্ত করার সুযোগ দিয়ে থাকি৷ ১৭টি ক্যাটেগরিতে ১১টি ভাষায় যে কেউ ব্লগ ঠিকানা জমা দিতে পারেন৷ নির্দিষ্ট সময়ের পর জমা পড়া ব্লগ ঠিকানাগুলো আলাদা আলাদা ভাষার বিচারকদের কাছে পাঠানো হয়৷ বিচারকরা এই তালিকা থেকে ক্যাটেগরি অনুযায়ী চূড়ান্ত প্রতিযোগীদের বাছাই করেন৷ মিশ্র ভাষার ৬টি ক্যাটেগরিতে প্রতিটি ভাষা থেকে কমপক্ষে একটি ব্লগ জায়গা পায়৷ আর নির্দিষ্ট ভাষা ক্যাটেগরিতে একই ভাষার ১১টি ব্লগকে জায়গা দেওয়া হয়৷ 

দু'ধরনের বিজয়ী

বিচারকদের বাছাই করা প্রতিযোগীদের নিয়ে অনলাইন ভোটাভুটি'র আয়োজন করা হয়৷ মনে রাখতে হবে, ডয়চে ভেলের প্রতিযোগিতায় দু'ধরনের বিজয়ী নির্ধারণ করা হয়৷ একটি হচ্ছে ‘ইউজার প্রাইজ' এবং অপরটি ‘জুরি অ্যাওয়ার্ড'৷ ২০০৪ সাল থেকেই এই দুই ধরনের বিজয়ী নির্ধারণের রেওয়াজ চালু রয়েছে৷ 

জুরি অ্যাওয়ার্ড

ডয়চে ভেলের এই প্রতিযোগিতায় ১১টি ভাষার প্রতিটির জন্য একজন করে বিচারক রয়েছেন৷ বিচারকরা একটি বৈঠকে সম্মিলিতভাবে জুরি অ্যাওয়ার্ড এর জন্য চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করে থাকেন৷ ব্যক্তিগতভাবে কোন বিচারক বিজয়ী নির্ধারণ করতে পারেন না৷  বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিচারকদের বাছাই করা হয়৷ যেমন, বাংলা ভাষার এবছরের বিচারক হচ্ছেন রেজওয়ানুল ইসলাম৷ এবছর ছয়টি মিশ্র ক্যাটেগরিতে ‘জুরি অ্যাওয়ার্ড' প্রদান করা হবে৷

ইউজার প্রাইজ স্বচ্ছ রাখার চেষ্টা

অনলাইন ভোটাভুটির মাধ্যমে সতেরটি ক্যাটেগরিতে ‘ইউজার প্রাইজ' বিজয়ী নির্বাচন করা হয়৷ এই অনলাইন ভোটাভুটির প্রক্রিয়ায় বিভিন্ন সময় পরিবর্তন আনা হয়েছে৷ বর্তমানে আমরা অনলাইন সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক এবং টুইটার ব্যবহার করে ভোট প্রদানের ব্যবস্থা রেখেছি৷ শুধু আমরাই এই প্রক্রিয়া অনুসরণ করছি না, বরং আরো অনেক অনলাইন প্রতিযোগিতায় এইভাবেই ভোট প্রদানের সুযোগ রয়েছে৷ যেমন এসএক্সএসডব্লিউ'র পিপলস চয়েস অ্যাওয়ার্ড, ম্যাশেবল ওপেন ওয়েব অ্যাওয়ার্ড, ফিলিপাইনস ওয়েব অ্যাওয়ার্ডস এবং দক্ষিণ আফ্রিকার ব্লগ অ্যাওয়ার্ডসে এভাবেই ভোট প্রদানের সুযোগ রাখা হয়েছে৷ এটাই বর্তমানে মানসম্পন্ন অনলাইন ভোটিং ব্যবস্থা৷

GMF Global Media Forum 2010 BOBs Gewinner Gruppenbild Flash-Galerie
গত বছরের বিজয়ীরাছবি: DW

আইপি ব্যবস্থায় ভোটিং

ডয়চে ভেলের সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতায় আইপি নির্ভর ভোটিং ব্যবস্থা রাখা হয়নি৷ আমরা ভেবেচিন্তেই এই প্রক্রিয়া থেকে দূরে রয়েছি৷ আমরা মনে করি, আইপি প্রক্রিয়ায় অনেক মানুষই ভোট প্রদানের সুযোগ থেকে বঞ্চিত হবেন৷ কেননা বিশ্বের অনেক স্থানে এখনো বাসাবাড়ি, সাইবার ক্যাফে, বিশ্ববিদ্যালয়ে কিংবা অফিস আদালতে শেয়ারড ইন্টারনেট সংযোগ ব্যবহার করা হয়৷ আমরা এটাও স্বীকার করি যে, ফেসবুক এবং টুইটার বিশ্বব্যাপী জনপ্রিয় হলেও এখনো অনেকে এই দুটি মাধ্যম ব্যবহার করেন না৷ তাই, ভবিষ্যতে অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে ভোট প্রদানের ব্যবস্থাও রাখব আমরা৷

ভোটিং এখনো চলছে

ডয়চে ভেলের এবছরের সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতার ভোটাভুটি এখনো চলছে৷ thebobs.com ঠিকানায় ১১ই এপ্রিল অবধি আপনার পছন্দের ব্লগকে ভোট প্রদানের সুযোগ রয়েছে৷ তাই, আপনার পছন্দের ব্লগটি ‘ইউজার প্রাইজ' জয়ের দৌড়ে পিছিয়ে থাকলেও সেটিকে ভোট প্রদান অব্যাহত রাখুন৷

ডয়চে ভেলে ববস্ টিম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান