1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্ত এমভি জাহান মনি

১৪ মার্চ ২০১১

সোমালিয়ার জলদস্যুদের হাতে আটক ২৬ জন বাংলাদেশি নাবিক আর বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি জাহান মনি এখন মুক্ত৷ ৩ মাস পর মুক্ত হয়ে জাহাজটি সোমালিয়া থেকে ওমানের সালালা বন্দরে রওয়ানা হয়েছে৷

https://p.dw.com/p/10Yqt
ফাইল ছবিছবি: DW

১৭ই মার্চ তাদের ওই বন্দরে পৌঁছনোর সম্ভাবনা রয়েছে৷ এর পর কিছু আনুষ্ঠানিকতা শেষে তারা দেশে ফিরে আসবেন৷ নাবিকসহ এমভি জাহান মনি মুক্ত হয় আজ সকাল ১০ টার কিছু পরে৷ এর আগে একটি ছোট বিমানে করে সোমালিয়ার জলদস্যুদের মুক্তিপণের টাকা পৌঁছে দেয়া হয়৷ মুক্তি পাওয়ার পর তা টেলিফোনে জানান জাহাজটির ক্যাপ্টেন মোহাম্মদ ফরিদ৷ তবে কত টাকা মুক্তিপণ দেয়া হয়েছে, তা তিনি জানাতে পারেননি৷

ফরিদ জানান, তারা জিম্মি অবস্থায় রীতিমত মৃত্যুর মুখে ছিলেন৷ এখন তারা সবাই সুস্থ আছেন, তবে ভয় তাড়া করে ফিরছে৷ সোমালিয়ার জলদস্যুরাই জাহাজটি সেখানকার জলসীমা পার করে দেয়, যাতে তারা আবার জলদস্যুদের কবলে না পড়েন৷

জাহাজের মালিক ব্রেভ রয়াল শিপিং-এর ব্যবস্থাপনা পরিচালক মেহেরুল কবির জানান, ওমানের সালালা বন্দরে পৌঁছনোর পর নাবিকদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে৷ এর পর সাইন আউট করে দ্রুত তাদের ঢাকা পাঠানো হবে৷

এদিকে নাবিকরা মুক্তি পাওয়ায় বাংলাদেশে তাদের আত্মীয় স্বজন বেজায় খুশি৷ তারা যেন চরম এক বিপদ থেকে মুক্তি পেয়েছেন৷ যেমন বললেন ওই জাহাজের প্রধান প্রকৌশলী মতিউল আওয়াল এর ভাগ্নে এহসানুল করিম৷

বাংলাদেশি মালিকানাধীন এই জাহাজটি গত ৫ই ডিসেম্বর আরব সাগরে ছিনতাই হয়৷ ৪৩ হাজার টন আকরিক খনিজ নিয়ে জাহাজটি ইন্দোনেশিয়া থেকে গ্রিসে যাচ্ছিল৷ ২৬ জন নাবিকের মধ্যে একজন মহিলা রয়েছেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন