চ্যালেঞ্জ গ্রহণ করে হাসপাতালে
১৯ ফেব্রুয়ারি ২০১৮এক সোশ্যাল মিডিয়া চ্যালেঞ্জ গ্রহণ করতে গিয়ে বিপত্তির সূত্রপাত৷ জার্মানির দক্ষিণ-পূর্বাঞ্চলের চার ব্যক্তি এখন হাসপাতালে৷ আহতদের বয়স ৩১ থেকে ৬৭ বছরের মধ্যে৷ জার্মানির ব্ল্যাক ফরেস্ট অঞ্চলের টানহাইমে একটি ছোট্ট কোম্পানিতে কাজ করেন তাঁরা৷ ইন্টারনেটে শুরু হওয়া ‘গ্রিল-পুল-চ্যালেঞ্জে’ রবিবার অংশ নিয়ে এখন হাসাপাতালে তাঁরা৷
এই চ্যালেঞ্জে অংশ নেয়াদের সাধারণত সহকর্মী হতে হয় এবং শীতের মধ্যে গ্রীষ্মের মতো গ্রিল পার্টির আয়োজন করতে হয়৷ শুধু তাই নয়, সেই আয়োজনের ভিডিও করে সেটা ইন্টারনেটে প্রকাশ করতে হয়৷ পাশাপাশি একটি গ্রুপ এই চ্যালেঞ্জ সম্পন্ন করার পর আরেকটি গ্রুপকে আহ্বানও জানায় ভিডিওতে৷ কোনো পক্ষ যদি এই চ্যালেঞ্জ গ্রহণ করতে গিয়ে ব্যর্থ হয়, তাহলে তাদের শাস্তির ব্যবস্থাও রয়েছে৷ যারা তাদের আহ্বান জানিয়েছিল তাদেরকে বিয়ার এবং স্যান্ডউইচ কিনে দেয়াই হলো শাস্তি৷
অস্ট্রিয়া এবং জার্মানির দক্ষিণাঞ্চলে এই চ্যালেঞ্জ বেশ জনপ্রিয়৷ কেউ কেউ স্থানীয় পর্যায়ের কোনো জনস্বার্থসংশ্লিষ্ট উদ্যোগের জন্য অর্থ সংগ্রহের লক্ষ্যেও এই চ্যালেঞ্জ গ্রহণ করেন থাকেন৷ এমনকি, একদল দমকল কর্মীকেও একটি পরিত্যক্ত ফোয়ারার মধ্যে এরকম চ্যালেঞ্জ আয়োজন করতে দেখা গেছে৷
তবে টানহাইমের গ্রুপটির কপাল মন্দ বলতে হবে৷ কেননা, তাঁরা যেভাবে পরিকল্পনা করেছিল, সেভাবে চ্যালেঞ্জটি শেষ করা যায়নি৷ তাঁরা একটি ট্রাকের পেছনে সুইমিং পুল করে সেটির মধ্যে ভাসছিল৷ ঠিক সেই সময় তাঁদের পঞ্চম সহকর্মী ট্রাকটি চালু করে পেছনের দিকে নিতে শুরু করলে পুলের পানিতে প্রচণ্ড ঢেউ সৃষ্টি হয় এবং তাঁরা ট্রাকের উপর থেকে বেশ কয়েক মিটার নীচে কংক্রিটের রাস্তায় আছড়ে পড়েন৷
আহতদের অবশ্য সঙ্গে সঙ্গেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ তবে চ্যালেঞ্জ গ্রহণে ব্যর্থ হওয়ায় তাঁদের কোনো শাস্তি পেতে হয়েছে কিনা তা জানা যায়নি৷
এলিজাবেথ শ্যুমাখার/এআই