সৌদি আরবে গেলে যে ১৯ কাজ করা যাবে না
পর্যটন ভিসা চালু করেছে সৌদি আরব৷ ৪৯টি দেশের নাগরিকদের সেখানে ভ্রমণের সুযোগ রয়েছে৷ তবে দেশটিতে গিয়ে কী কী করতে পারবেন না, তার একটি তালিকাও প্রকাশ করা হয়েছে৷
যৌনতা প্রকাশ পায় এমন আচরণ
এমন কোনো আচরণ করা যাবে না যার মাধ্যমে যৌনতা প্রকাশ পায়৷ এ ধরেনের ‘অপরাধের’ জন্য গুণতে হবে তিন হাজার সৌদি রিয়াল৷ একই অপরাধ আবার করার জন্য জরিমানা ছয় হাজার ডলার৷
উচ্চ শব্দে গান বাজানো
কোনো আবাসিক এলাকায় যথাযথ অনুমতি ছাড়া উচ্চ শব্দে গান বাজানো যাবে না৷ এক্ষেত্রে এক বা একাধিক ব্যক্তি অভিযোগ জানালে দায়ীকে শাস্তি পেতে হবে৷ প্রথমবারের জন্য ৫০০ সৌদি রিয়াল আর পরবর্তীতে প্রত্যেক বারের জন্য এক হাজার রিয়াল করে গুণতে হবে এজন্য৷
প্রার্থনার সময়ে গান বাজানো
প্রার্থনা বা নামাযের সময় কেউ গান বাজালে ১০০০ সৌদি রিয়াল জরিমানা করা হবে৷ একই অপরাধে পরবর্তীতে দিতে হবে ২০০০ রিয়াল করে৷
পোষা প্রাণীর বিষ্ঠা
পোষা প্রাণীর বিষ্ঠা পরিস্কার না করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে৷ এজন্য প্রথবারের শাস্তি ১০০ রিয়াল জরিমানা, পরবর্তীতে ২০০ রিয়াল৷
যত্রতত্র থুথু ও ময়লা ফেলা
নির্দিষ্ট স্থান ছাড়া কেউ ময়লা ফেললে কিংবা যেখানে সেখানে থুথু ফেলা হলে ৫০০ রিয়াল জরিমানা করা হবে৷ দ্বিতীয়বার একই কাজের জন্য ১০০০ রিয়াল গুণতে হবে৷
বয়স্ক আর প্রতিবন্ধীদের আসন
গণপরিবহনে ভুল করে বয়স্ক আর প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত আসনে বসে গেলেই বিপদ৷ মাশুল দিতে হবে ২০০ ইউরো৷ দ্বিগুণ গুণতে হবে একই অপরাধ আবার করলে৷
পাবলিক প্লেসে বাধা ডিঙ্গালে
খোলা জায়গায় কর্তৃপক্ষের ঘেরাও করা জায়গা অতিক্রম করলে একবারেই ৫০০ রিয়ালের জরিমানা৷ পরবর্তীতে হবে দ্বিগুণ জরিমানা৷
পাবলিক প্লেসে যথাযথ পোশাক পরা
পাবলিক প্লেসে সৌদি আরবের ‘ড্রেস কোডের’ সাথে যায় না এমন পোশাক পরা যাবে না৷ এমনকি পোশাকে ‘অপবিত্র আর অশ্লীল’ কোনো প্রতীকও থাকা চলবে না৷ কেউ অন্তর্বাস বা ঘুমানোর পোশাক পরে বাইরে বের হলেও অপরাধ হিসেবে গণ্য হবে৷ এই তিনটি ক্ষেত্রেই প্রথমবার ১০০ আর পরবর্তীতে ২০০ রিয়াল করে জরিমানা দিতে হবে৷
পোশাকে নগ্নতা
পাবলিক প্লেসে আপনার পোশাকে এমন কোনো ভাষা, ছবি বা প্রতীক থাকা যাবে না যা বৈষম্য ও বর্ণবাদ, পর্নগ্রাফি বা মাদকের ব্যবহার উস্কে দিতে পারে৷ এজন্য প্রথমবারই ৫০০ ইউরো গুণতে হবে৷
গণপরিবহন ও দেয়ালে লেখালেখি
অনুমতি ছাড়া পাবলিক পরিবহন অথবা দেয়ালে লেখালেখি, আঁকাআঁকি করলে প্রথমবারের শাস্তি ১০০ রিয়াল জরিমানা৷ একই জরিমানা হবে বর্নবাদী কিংবা কোনো প্রচার সংক্রান্ত স্লোগান বা ছবি দিলেও৷ ১০০ রিয়াল মাশুল দিতে হবে বাণিজ্যিক প্রচাপত্র বিলি করার জন্যেও৷
কাউকে আক্রমণ করা
শারীরিক বা মৌখিকভাবে কাউকে আক্রমণ করা যাবে না৷ এমন কর্মকাণ্ডে কেউ ভয় পেলে বা ক্ষতিগ্রস্থ হলে ১০০ রিয়াল গুণতে হবে৷
অগ্নি প্রজ্বলন
ভুল করেও পাবলিক প্লেস বা পার্কে আগুন জ্বালিয়ে ফেললে শাস্তি ১০০ রিয়াল৷
লাইন ভাঙলে ৫০ রিয়াল
অনুমতি ছাড়া পাবলিক প্লেসের অপেক্ষারত লাইন অতিক্রম করলে ৫০ রিয়াল জরিমানা গুণতে হবে৷
বৈদ্যুতিক বা লেজার বিম ব্যবহার
বৈদুতিক কোনো কিছু বা লেজার বিম ব্যবহার করে কাউকে ভয় দেখালে বা ক্ষতি করলে প্রথমবারের শাস্তি ১০০ রিয়াল, পরবর্তীতে ২০০ করে৷
ছবি বা ভিডিও তোলা
অনুমতি ছাড়া কারো ছবি তুললে বা ভিডিও করলে বড় ধরনের অপরাধ হিসেবে গণ্য হবে৷ একইভাবে অনুমতি ছাড়া তোলা যাবে না দুর্ঘটনা বা অন্য কোনো ঘটনার ছবিও৷ এসব ক্ষেত্রে প্রথমবারের শাস্তি ১০০০ রিয়াল৷ একই অপরাধ আবার করলে গুণতে হবে ২০০০ রিয়াল করে৷