সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলায় আহত ২৬
১২ জুন ২০১৯দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আবহা বিমানবন্দর লক্ষ্য করে বুধবার ভোরে এই হামলার কথা জানিয়েছেন সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল-মালিকি৷
তিনি জানান, আহতদের মধ্যে দুই শিশুও রয়েছে৷ আহতদের আটজনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে৷ হামলায় বিমানবন্দরের বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে৷
ইয়েমেন সীমান্তের কাছাকাছি বিমানবন্দরটির অবতরণ এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানে৷ কয়েক ঘন্টা বিমান চলাচল বন্ধ থাকার পর সেখানে স্বাভাবিক অবস্থা ফিরে আসে৷
‘‘সন্ত্রাসী হামলায় কী ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, তা নির্ধারণে কাজ করছে নিরাপত্তা বাহিনী,'' বলেছেন আল-মালিকি৷‘বেসামরিক লোকজনকে' টার্গেট করে এ হামলাকে যুদ্ধাপরাধ হিসাবে অভিহিত করেছেন তিনি৷
আবহা বিমানবন্দরে হামলায় ‘ক্রুজ মিসাইল' ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে হুতি বিদ্রোহীরা৷ ‘আত্মরক্ষার জন্য' এই হামলা চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্রোহীদের মুখপাত্র মোহাম্মদ আবদেল-সালাম৷
‘‘পাঁচ বছর ধরে ইয়েমেন অবরোধ ও সানা বিমানবন্দর বন্ধ রাখায় এবং রাজনৈতিক ও শান্তিপূর্ণ সমাধানের দিকে না যাওয়ায় চালানো হয়েছে এ হামলা,'' এক টুইটে লিখেছেন তিনি৷
২০১৫ সাল থেকে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট৷ মধ্যপ্রাচ্যের এই বিদ্রোহী গোষ্ঠী ইরান থেকে অস্ত্র ও সমর্থন পেয়ে আসছে বলে অভিযোগ এই জোটের৷
আরো পড়ুন: সুইডেনে শুরু ইয়েমেনের শান্তি আলোচনা
সৌদি নেতৃত্বাধীন জোটের অবরোধের মধ্যে ইয়েমেনের রাজধানী সানাসহ বিভিন্ন এলাকা দখলে রেখেছে হুতি বিদ্রোহীরা৷ এর মধ্যে সানা বিমানবন্দরও আছে তাদের নিয়ন্ত্রণে৷ গত কয়েক মাসে সৌদি আরবকে লক্ষ্য করে বেশ কিছু ড্রোন ও মিসাইল হামলা পরিচালনা করেছে তারা৷
এদিকে, বুধবারের হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরবের মিত্র দেশ বাহরাইন৷
এমবি/কেএম (ডিপিএ, এপি, এএফপি)