সাংবাদিক ‘হত্যার প্রমাণ’ তুরস্কের হাতে
১২ অক্টোবর ২০১৮এদিকে এ ঘটনা নিয়ে বিশ্বব্যাপী সমালোচনার মধ্যে রিয়াদে অনুষ্ঠেয় একটি সম্মেলন বর্জনের ঘোষণা দিয়েছেন ইকোনোমিস্ট-এর প্রধান সম্পাদক জ্যানি মিন্টন বেডোসসহ কয়েকজন সাংবাদিক৷ উবার, ভিয়াকমের মতো প্রতিষ্ঠানের কর্মকর্তারাও একই ঘোষণা দিয়েছেন৷
বৃহস্পতিবার ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, এ মাসের শুরুর দিকে ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশগজিকে হত্যার প্রমাণ দেয় এমন অডিও ও ভিডিও রেকর্ডিং তুরস্ক সরকারের হাতে রয়েছে৷
যুক্তরাষ্ট্র ও তুরস্কের কর্মকর্তাদের বরাত দিয়ে এতে বলা হয়, যুক্তরাষ্ট্র প্রবাসী ওয়াশিংটন পোস্টের এই কলামনিস্ট বিয়ের কাগজপত্র জোগাড়ে ২ অক্টোবর সৌদি কনস্যুলেটে ঢোকার পর তাঁকে জিজ্ঞাসাবাদ, নির্যাতন ও হত্যা করা হয় বলে এসব অডিও-ভিডিওতে ইঙ্গিত মিলছে৷
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ওই অডিও-ভিডিও শুনেছেন বা দেখেছেন কিনা, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি৷ তবে তুরস্কের কর্মকর্তারা এগুলো সম্পর্কে তাঁদের অবহিত করেছেন বলে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে৷
এদিকে বুধবার তুরস্কের সংবাদমাধ্যম পুলিশি নজরদারির সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে, যাতে সৌদি ‘খুনি স্কোয়াডকে’ দেখা যাচ্ছে এবং খাশগজিকে হত্যার জন্য তাদেরই পাঠানো হয়েছিল বলে অভিযোগ করা হচ্ছে৷ তবে এসব ভিডিওতে ঘটনার পুরো চিত্র দিচ্ছে না বা কনস্যুলেটের ভেতরের ঘটনাবলীও তাতে আসেনি৷
যুক্তরাষ্ট্র ও তুরস্কের কর্মকর্তারা রেকর্ড পর্যালোচনায় ধারণা করছেন, খাশগজিকে অপহরণের জন্য ১৫ জনের একটি দল ইস্তানবুলে পাঠানো হয়ে থাকতে পারে এবং হত্যা নয়, তাঁকে ধরে সৌদিতে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল তাদের৷
যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা সৌদি কর্মকর্তাদের অভ্যন্তরীণ আলাপচারিতার যতটুকু হস্তগত করতে পেরেছেন তার ভিত্তিতে এই ধারণা পেয়েছেন তাঁরা৷
রিয়াদের অস্বীকার
এক সময় সৌদি সরকারের ঘনিষ্ঠ ছিলেন জামাল খাশগজি৷ পরে এই রাজতন্ত্র ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সমালোচনামুখর হন তিনি৷ খাশগজির নিখোঁজের ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করছেন সৌদি কর্মকর্তারা৷
তুরস্ক কর্তৃপক্ষ ঘটনাটি সম্পর্কে একের পর এক তথ্য সংবাদমাধ্যম ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের দিয়ে গেলেও সরাসরি রিয়াদের বিপক্ষে শক্ত অবস্থান নেওয়ার ক্ষেত্রে আড়ষ্টতা রয়েছে তাদের৷
বৃহস্পতিবার তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এর্দোয়ানের উপদেষ্টা ইব্রাহিম কালিন বলেছেন, সৌদি কর্তৃপক্ষের অনুরোধে সাড়া দিয়ে ‘খাশগজির মামলার সব দিক খতিয়ে দেখতে' এক যৌথ ওয়ার্কিং গ্রুপ তৈরি করছে আঙ্কারা ও রিয়াদ৷
দোলাচলে ট্রাম্প
সৌদি আরবে নারী অধিকার এগিয়ে নেওয়াসহ নানামুখী সংস্কারমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশটিকে উদ্ভাবন ও পর্যটনের জন্য আকর্ষণীয় করে তোলার ঘোষণা দিয়ে ভিন্নধর্মী ভাবমূর্তি গড়ে তোলা যুবরাজ সালমানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ তারই প্রভাব পড়ছে নিজের দেশের নাগরিক খাশগজি তুরস্কে গিয়ে ‘খুন’ হওয়ার জবাব দেওয়ার ক্ষেত্রে৷ এ বিষয়ে এখনো শক্ত অবস্থান নিতে প্রস্তুত নয় ওয়াশিংটন৷
তবে বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, সাংবাদিকের এভাবে নিখোঁজ হওয়াটা অগ্রহণযোগ্য৷
‘‘আমরা এটা হতে দিতে পারি না৷ আমরা খুব কঠোর হচ্ছি, সেখানে আমাদের তদন্তকারীরা রয়েছে এবং আমরা তুরস্কের সঙ্গে কাজ করছি৷ সত্যি বলতে আমরা সৌদি আরবের সঙ্গেও কাজ করছি৷’’
সৌদি আরবের বিপক্ষে শক্ত অবস্থান নেওয়ার ক্ষেত্রে ট্রাম্পের পিছু হটার আরেকটি কারণ মনে করা হচ্ছে সামরিক সরঞ্জাম ক্রয়ের পেছনে তাদের ১১০ বিলিয়ন ডলার খরচ করা৷ এই অর্থ ঢুকলে যুক্তরাষ্ট্রে অনেকের চাকরির ব্যবস্থা হবে৷ তবে তা আটকে দেওয়ার সক্ষমতা রয়েছে যুক্তরাষ্ট্র কংগ্রেসের এবং সে ধরনের ইঙ্গিত মিলেছে৷
এএইচ/এসিবি (এএফপি, এপি, রয়টার্স)