1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সৌরজগতে নতুন এক গ্রহ

২৩ জানুয়ারি ২০১৬

মার্কিন বিজ্ঞানীরা বলছেন, তারা নাকি সৌরজগতের প্রান্তে একটি নবম গ্রহের অস্তিত্বের প্রমাণ পেয়েছেন৷ তবে তার সাক্ষ্যপ্রমাণ সবই তত্ত্বগত, এখনও বাস্তব প্রমাণের প্রয়োজন আছে৷

https://p.dw.com/p/1Hi6z
Symbolbild - Sternsystem Kepler 62f
ছবি: NASA Ames/JPL-Caltech

গণিত শাস্ত্র ও কমপিউটার সৃষ্ট মডেল থেকে এই সিদ্ধান্তে এসেছেন ক্যালিফর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি বা ক্যালটেক-এর দুই বিজ্ঞানী কনস্টান্টিন ব্যাটিগিন ও মাইক ব্রাউন৷ তারা নতুন আবিষ্কৃত এই গ্রহের নাম দিয়েছেন ‘প্ল্যানেট নাইন'৷ এর ‘মাস' বা বস্তুপিণ্ড পৃথিবীর প্রায় দশগুণ ও সূর্য থেকে তা এতটাই দূরে যে, সূর্য প্রদক্ষিণ করতে তার দশ থেকে ২০ হাজার বছর সময় লেগে যায়৷

ব্যাটিগিন আর ব্রাউন দেখিয়েছেন, সৌরজগতের তথাকথিত কয়পার বেল্ট এলাকার কিছু রহস্যজনক খুঁটিনাটি – যেমন নেপচুন গ্রহের পরে যে সব হিমায়িত বস্তু ও ধ্বংসাবশেষ আছে, তাদের কক্ষপথ ব্যাখ্যা করার একটি পন্থা হতে পারে এই প্ল্যানেট নাইন৷ ‘অ্যাস্ট্রোনমিক্যাল জার্নাল'-এর সর্বাধুনিক ইস্যুতে সেই কথাই বলেছেন ব্যাটিগিন ও ব্রাউন, নীচের টুইটটা দেখলেই যা বোঝা যায়৷

ক্যালটেক-এর ওয়েবসাইটে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করা হয়েছে: ‘বিজ্ঞানীদের বহুদিনের ধারণা যে, সৌরজগৎ সূচনায় চারটি নির্মীয়মান গ্রহকে কেন্দ্র করে গড়ে উঠেছিল৷ এই চারটি গ্রহের বীজ চারপাশের সব গ্যাসকে টেনে নিয়ে শেষমেষ চারটি গ্যাসের গ্রহ সৃষ্টি করে, যেগুলি হলো বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন৷ প্ল্যানেট নাইন তাদের মধ্যে পঞ্চম হয়ে থাকতে পারে৷ হয়ত বৃহস্পতি বা শনির বড় কাছাকাছি এসে পড়ার ফলে তাকে তার দূর কক্ষপথে নির্বাসিত হতে হয়৷'

প্ল্যানেট নাইন যদি আজ তার কক্ষপথের দূরতম প্রান্তে থাকে, সেক্ষেত্রেও অন্তত দু'টি টেলিস্কোপ, ডাব্লিউ এম কেক অবজারভেটরি আর হাওয়াই-এর মানুয়া কিয়াতে সুবারু টেলিস্কোপ তাকে খুঁজে বার করার ক্ষমতা রাখে বলে ধরে নেওয়া হচ্ছে৷ আর কাছাকাছি থাকলে তো কথাই নেই, বহু টেলিস্কোপে প্ল্যানেট নাইন ধরা পড়বে – বলে মাইক ব্রাউন মন্তব্য করেছেন৷

ব্যাটিগিন বলেছেন, প্ল্যানেট নাইন যে পৃথিবীর মতো একটা নিতান্ত সাধারণ গ্রহ, তা-তেই তিনি খুশি৷ অন্যদিকে ব্রাউন প্লুটোকে গ্রহ থেকে বামন গ্রহের পর্যায়ে নামিয়ে এনে নাম করেছেন – টুইটারে তিনি নিজের নাম দিয়েছেন ‘‘প্লুটো-কিলার'' বা প্লুটো হন্তারক৷ কাজেই তিনি টুইট করেছেন: ‘ঠিক আছে, ঠিক আছে, আমি এখন স্বীকার করতে রাজি৷ আমি সত্যিই বিশ্বাস করি যে সৌরজগতে ন'টি গ্রহ আছে৷'

প্ল্যানেট নাইন-কে ধরে!

এসি/ডিজি (এএফপি, রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য