নিঃসঙ্গ গ্রহের সন্ধান
১২ অক্টোবর ২০১৩পৃথিবী থেকে মাত্র ৮০ আলোকবর্ষ দূরে অবস্থান গ্রহটির৷ জ্যোতির্বিদরা যার নাম দিয়েছেন পিএসও-জে৩১৮.৫-২২৷ গ্রহটির ভর বৃহস্পতির চেয়ে ৬ গুন বেশি৷ গ্যাসপূর্ণ গ্রহটি ১ কোটি ২০ লাখ বছর পূর্বে সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন জ্যোতির্বিদরা৷
মানোয়া-র হাওয়াই বিশ্ববিদ্যালয়ের অ্যাস্ট্রোনমি ইনস্টিটিউটের গবেষণা দলের প্রধান মাইকেল লিউ জানালেন, মহাকাশে এমন নিঃসঙ্গ গ্রহের সন্ধান এর আগে তাঁরা পাননি৷ এটির বৈশিষ্ট্য নক্ষত্রকে কেন্দ্র করে আবর্ত নতুন গ্রহগুলোর মতই৷ কিন্তু ভিন্নতা হল এটি কোন নক্ষত্রকে কেন্দ্র করে কক্ষপথে ঘুরছে না৷
হাওয়াই এর মই দ্বীপে স্থাপন করা প্যান-এসটিএআরআরএস-১ টেলিস্কোপের মাধ্যমে এটির সন্ধান পান তারা৷ নতুন এই গ্রহের ভর বাতাসে ভেসে বেড়ানো সব পদার্থের চেয়ে কম বলে ধারণা জ্যোতির্বিদদের৷
হাওয়াই এর অন্য সব টেলিস্কোপ থেকে দেখা গেছে, নতুন নক্ষত্রকে ঘিরে যেসব গ্যাস সমৃদ্ধ গ্রহ কক্ষপথে ঘুরছে, তাদের বৈশিষ্ট্যের সাথে মিল আছে এই গ্রহটির৷
গত এক দশকে সৌরজগতের বাইরে অন্তত এক হাজার গ্রহের সন্ধান পেয়েছেন জ্যোতির্বিদরা৷ তবে, এর মধ্যে মাত্র কয়েকটি নতুন নক্ষত্রকে ঘিরে ঘুরছে৷ নতুন এই নক্ষত্রগুলোর বয়স ২০ কোটি বছর এবং সেগুলো এখনও ভীষণ উজ্জ্বল৷
জার্মানির মাক্স প্লাঙ্ক ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রনমির জ্যোতির্বিদ নিয়াল ডেকন জানালেন, বৃহস্পতির মত গ্যাসে ভরা গ্রহগুলো জন্মের পর দেখতে যতটা সুন্দর হয়, নতুন গ্রহ পিএসও-জে৩১৮.৫-২২ দেখতে অনেকটা এরকম৷
এপিবি/এসবি (এএফপি)