1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিঃসঙ্গ গ্রহের সন্ধান

১২ অক্টোবর ২০১৩

সৌরজগতের বাইরে এমন একটি গ্রহের সন্ধান পেয়েছেন জ্যোতির্বিদরা, যা কোন নক্ষত্রকে ঘিরে কক্ষপথে ঘুরছে না৷ বরং একাকী ভেসে বেড়াচ্ছে৷

https://p.dw.com/p/19y7D
A NASA image of one of the Voyager space probes. Voyager 1 and its identical sister craft Voyager 2 were launched in 1977 to study the outer Solar System and eventually interstellar space. (Photo by NASA/Hulton Archive/Getty Images)
ছবি: NASA/Hulton Archive/Getty Images

পৃথিবী থেকে মাত্র ৮০ আলোকবর্ষ দূরে অবস্থান গ্রহটির৷ জ্যোতির্বিদরা যার নাম দিয়েছেন পিএসও-জে৩১৮.৫-২২৷ গ্রহটির ভর বৃহস্পতির চেয়ে ৬ গুন বেশি৷ গ্যাসপূর্ণ গ্রহটি ১ কোটি ২০ লাখ বছর পূর্বে সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন জ্যোতির্বিদরা৷

মানোয়া-র হাওয়াই বিশ্ববিদ্যালয়ের অ্যাস্ট্রোনমি ইনস্টিটিউটের গবেষণা দলের প্রধান মাইকেল লিউ জানালেন, মহাকাশে এমন নিঃসঙ্গ গ্রহের সন্ধান এর আগে তাঁরা পাননি৷ এটির বৈশিষ্ট্য নক্ষত্রকে কেন্দ্র করে আবর্ত নতুন গ্রহগুলোর মতই৷ কিন্তু ভিন্নতা হল এটি কোন নক্ষত্রকে কেন্দ্র করে কক্ষপথে ঘুরছে না৷

হাওয়াই এর মই দ্বীপে স্থাপন করা প্যান-এসটিএআরআরএস-১ টেলিস্কোপের মাধ্যমে এটির সন্ধান পান তারা৷ নতুন এই গ্রহের ভর বাতাসে ভেসে বেড়ানো সব পদার্থের চেয়ে কম বলে ধারণা জ্যোতির্বিদদের৷

হাওয়াই এর অন্য সব টেলিস্কোপ থেকে দেখা গেছে, নতুন নক্ষত্রকে ঘিরে যেসব গ্যাস সমৃদ্ধ গ্রহ কক্ষপথে ঘুরছে, তাদের বৈশিষ্ট্যের সাথে মিল আছে এই গ্রহটির৷

গত এক দশকে সৌরজগতের বাইরে অন্তত এক হাজার গ্রহের সন্ধান পেয়েছেন জ্যোতির্বিদরা৷ তবে, এর মধ্যে মাত্র কয়েকটি নতুন নক্ষত্রকে ঘিরে ঘুরছে৷ নতুন এই নক্ষত্রগুলোর বয়স ২০ কোটি বছর এবং সেগুলো এখনও ভীষণ উজ্জ্বল৷

জার্মানির মাক্স প্লাঙ্ক ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রনমির জ্যোতির্বিদ নিয়াল ডেকন জানালেন, বৃহস্পতির মত গ্যাসে ভরা গ্রহগুলো জন্মের পর দেখতে যতটা সুন্দর হয়, নতুন গ্রহ পিএসও-জে৩১৮.৫-২২ দেখতে অনেকটা এরকম৷

এপিবি/এসবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য