1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্কুলকে না জানানোয় জরিমানা

২১ মে ২০১৮

জার্মানিতে আনুষ্ঠানিকভাবে স্কুল ছুটি হওয়ার আগে শিক্ষা প্রতিষ্ঠানকে না জানিয়ে সন্তানকে ছুটি কাটাতে নিয়ে যাওয়ার অভিযোগে ১০ শিক্ষার্থীর বাবা-মা-কে জরিমানা করেছে পুলিশ৷ বাভেরিয়া রাজ্যের এক বিমানবন্দরে এই ঘটনা ঘটেছে৷

https://p.dw.com/p/2y3eH
ছবি: picture-alliance/dpa/A. Arnold

জার্মানিতে স্কুল পালানোকে বড় অপরাধ হিসেবে দেখা হয় এবং ছয় থেকে ১৬ বছর বয়সি সন্তানদের মা-বাবাকে সন্তানকে স্কুলে না পাঠানোর জন্য দায়ী করা যেতে পারে৷

ডেয়ার স্পিগেল ম্যাগাজিন জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে স্কুল ছুটি শুরু হওয়ার আগের সপ্তাহে ছয় জন পুলিশ বাভেরিয়া রাজ্যের মেমিঙ্গেন বিমানবন্দরে উপস্থিত শিশুদের পরিবারকে জিজ্ঞাসাবাদ করেছে৷ কোনো পরিবারের সঙ্গে স্কুলে যেতে পারে এমন বয়সি শিশু থাকলে সেই পরিবারের কাছে প্রথমে ‘ভালোভাবে’ সন্তানের স্কুলের নাম জানতে চেয়েছে পুলিশ৷ তারপর ঐ স্কুলকে ফোন করে পুলিশ ঐ শিক্ষার্থীর ছুটির অনুমতি আছে কিনা, জানতে চেয়েছে৷ এভাবে পুলিশ ১০টি পরিবার পেয়েছে, যারা স্কুল থেকে অনুমতি নেয়নি৷ এই অভিযোগে পুলিশ তাঁদের জরিমানা করেছে৷ মিউনিখভিত্তিক প্রচারমাধ্যম ‘বায়ারিশার রুন্ডফুংক’ বলছে, স্কুল পালানোর জরিমানা এক হাজার ইউরো পর্যন্ত হতে পারে৷

পুলিশের এক মুখপাত্র ডেয়ার স্পিগেলকে জানিয়েছেন, ‘‘আমরা অনেকদিন ধরে বিষয়টি জানি এবং তাঁদের ধরা আমাদের অন্যতম কাজ৷’’ তিনি বলেন, ‘‘(ফোন করার পর) শিক্ষক যদি বলেন যে, তিনি শিক্ষার্থীর উপস্থিতি চান, তাহলে আমরা ঐ শিক্ষার্থীকে স্কুলে নিয়ে যাই৷’’ তবে সম্প্রতি ধরা পড়া অভিভাবকদের শুধু জরিমানা করা হয়েছে৷

নিয়ম অনুযায়ী, জার্মানিতে আনুষ্ঠানিকভাবে স্কুলে ছুটি শুরু হওয়ার আগে যদি ছুটির প্রয়োজন হয় তাহলে বাবা-মা-কে স্কুলের প্রধান শিক্ষক বরাবর আবেদন করতে হয়৷

জার্মানিতে স্কুল পালানোর বিষয়ে কঠোর নিয়ম-কানুন থাকলেও অনেক মা-বাবা ভিড় এবং চড়ামূল্যের বিমানভাড়া এড়াতে আগেই ছুটিতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন৷

আলিস্টেয়ার ওয়ালশ/জেডএইচ

গতবছরের ২১ জুলাইয়ের ছবিঘরটি দেখুন...