স্ক্রীন অ্যাক্টরস গীল্ড অ্যাওয়ার্ড জিতলো স্লামডগ মিলিওনিয়ার
২৮ জানুয়ারি ২০০৯মুম্বাইয়ের এই প্রেম-কাহিনীর মূল বিষয় ‘‘কে হতে চায় ক্রোড়পতি''-টেলিভিশনের এই রিয়ালিটি গেম শোতে অংশ গ্রহণ করে বস্তির একটি অনাথ ছেলে ৷ এই ভারতীয় যুবকের ভালবাসা ও টেলিভিশন গেম শোতে তার অংশগ্রহণের কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে চলচ্চিত্রটিতে৷ ছবিটি প্রকৃতই হৃদয়ের গভীর থেকে তৈরি করা হয়েছে৷
প্রবীন বলিউড অভিনেতা অনিল কাপুর সবার পক্ষ থেকে এই পুরস্কার হাতে নিয়ে বলেছেন মনোয়ন পাওয়ার অনুভূতি ছিল অনেকটাই আচ্ছন্ন হওয়ার মতো কিন্তু পুরস্কার পাওয়া সত্যিই অবিশ্বাস্য৷
তিনি ছবিটির পরিচালক ড্যানি বয়েলের প্রতি কৃতজ্ঞতা জানান৷ অন্যান্য মনোয়ন প্রাপ্ত ছবিগুলো হলো ‘‘ডাউট'', ‘‘মিল্ক'', ‘‘ফ্রস্ট/নিক্সন'', এবং ‘‘দি কিউরিয়াস কেস অব বেঞ্জামিন বাটন''৷
শনিবার প্রোডিউসার্স গীল্ড অব আমেরিকা অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে বিজয়যাত্রার ২৪ ঘন্টার মধ্যে স্লামডগ মিলিওনেয়ার ছবির জন্য এটি দ্বিতীয় চলচ্চিত্র পুরস্কার৷ অ স্কার পুরস্কারের বিভিন্ন ক্যাটেগরিতে স্লামডগ মিলিওনেয়ার ১০টি মনোয়ন পেয়েছে আর ‘‘দি কিউরিয়াস কেস অব বেঞ্জামিন বাটন'' পেয়েছে ১৩টি৷
ব্যাপক প্রচার আর মিডিয়ার দৃষ্টি পেয়েছে স্লামডগ মিলিওনেয়ার৷ অনেকে আশা করছেন, এছবি অস্কার না পেয়ে যায় না৷ ইতিমধ্যে অবশ্য স্লামডগ মিলিওনেয়ার যুক্তরাজ্যের বক্স অফিসে সাড়া তুলেছে৷ তার স্থান একেবারে শীর্ষে৷ ছবি সিনেমা হলে ছাড়ার পর দ্বিতীয় সপ্তাহান্তে এনেছে ২.৬ মিলিয়ন পাউন্ড৷ আর তৃতীয় সপ্তাহান্তে বক্স অফিসে তার উপহার ২.৮ মিলিয়ন পাউন্ড৷