1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্ক্র্যাপ মেটালের দাম বৃদ্ধিতে জার্মানিতে চোরের উৎপাত

১৩ ফেব্রুয়ারি ২০২৪

রেল লাইনের পাত এবং অন্যান্য ধাতব সামগ্রী চুরি যাওয়ায় সোমবার ফ্রাঙ্কফুর্ট থেকে স্টুটগার্ট রুটের সব আন্তঃ নগর দ্রুতগামী ট্রেন দীর্ঘক্ষণ বন্ধ থাকে৷

https://p.dw.com/p/4cLha
Deutschland Symbolbild stehende ICE in Frankfurt
ছবি: Thomas Lohnes/Getty Images

জার্মান রেল কর্তৃপক্ষ ডয়চে বান সন্ধ্যা নাগাদ রেল যোগাযোগ স্বাভাবিক করার আশ্বাস দিলেও মঙ্গলবার দুপুর পর্যন্ত তা হয়নি৷

স্ক্র্যাপ মেটালের দাম খুব বেড়ে যাওয়ায় জার্মানিতে ধাতব দ্রব্যাদি চুরি বেড়েছে৷ সম্প্রতি সংঘবদ্ধ চোরেরা তামার তার কেটে নেয়ায় মানহাইমে কয়েকদিন বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে৷ ফেব্রুয়ারির শুরুর দিকে ধাতব পাত চুরি করে নেয়ায় ফ্রাঙ্কফুর্ট-কোলন রুটের ট্রেন চলাচল বাধাগ্রস্থ হয়৷

সোমবার সকালে ফ্রা্ঙ্কফুর্টের কাছেই আবার দেখা দেয় সেই সমস্যা৷ ধাতব দ্রব্যের চোরদের কারণে এবার বন্ধ রাখতে হয় ফ্রাঙ্কফুর্ট-স্টুটগার্ট রুটের সব আাইসিই ট্রেন৷

সোমবার সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে ডয়চে বান কর্তৃপক্ষ জানায়, মানহাইম সেন্ট্রাল স্টেশন থেকে লাম্পারথাইম এলাকার মধ্যে বড় একটা অংশের রেল পথের পাত এবং অন্যান্য ধাতব সামগ্রী চুরি হয়ে গেছে৷ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, রেলপথ মেরামতের কাজ শেষ করতে সন্ধ্যা হয়ে যেতে পারে, তাই তার আগে ফ্রাঙ্কফুর্ট-স্টুটগার্ট রুটের আইসিই ট্রেন চলাচল শুরু করা সম্ভব হবে না৷

রেল কর্তৃপক্ষ সোমবার সন্ধ্যায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করলেও বাস্তবে তা হয়নি৷ মঙ্গলবার সকালে উল্লেখিত পথে একটি আইসিই ট্রেন চললেও তারপর থেকে বিকল্প ট্রেনের মাধ্যমে যাত্রীসেবা চালিয়ে যাচ্ছে ডয়চে বান৷ সেই ট্রেনগুলোও সময়মতো যাতায়াত করছে না৷

এসিবি/কেএম (এএফপি, ডিপিএ)