1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নোবেলের ইতিহাস

ক্রিস্টিয়ান উলিশ/এআই২১ সেপ্টেম্বর ২০১৩

স্টকহোম শহরের পুরানো অংশে অবস্থিত নোবেল মিউজিয়াম৷ আলফ্রেড নোবেলের প্রতিষ্ঠিত এই পুরস্কার বিজ্ঞানীদের কাছে অস্কারের সমতুল্য৷ মিউজিয়ামের কিউরেটর গুস্তাভ কেলস্ট্রান্ড বিষয়টি সবচেয়ে ভালো জানেন৷

https://p.dw.com/p/19lCv
11.07.2013 DW Projekt Zukunft Nobel Museum
ছবি: DW

‘‘আপনি সারা জীবন ধরে ল্যাবরেটরিতে কঠোর পরিশ্রম করেন৷ এরপর যদি সত্যিকার অর্থে ভাগ্যবান হন, তাহলে নোবেল পেতে পারেন,'' মনে করেন গুস্তাভ কেলস্ট্রান্ড৷ তিনি বলেন, ‘‘অনেক সময় অনেকে দু'বারও নোবেল জয় করেন৷ যেমন লাইনেস পোলিং৷''

আটশো'র বেশি নোবেলজয়ীর ঝুলন্ত ছবি নাগরদোলার মতো ঘুরে চলেছে স্টকহোমের মিউজিয়ামে৷ কিছু বিজয়ী আবার মিউজিয়াম ক্যাফের চেয়ারে স্বাক্ষরও করেছেন৷ বিজয়ী নির্ধারণের পর একটি বিশেষ কক্ষে তা ঘোষণা করা হয়৷ রসায়নে নোবেল বিজয়ী নির্ধারণের কমিটির প্রধান হচ্ছেন অধ্যাপক স্ভেন লিডিন৷ তিনি বলেন, ‘‘আমরা সবসময় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করি৷ আর সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিতে গেলে উত্তপ্ত আলোচনা তো হবেই৷''

উল্লেখ্য, ডিসেম্বর মাসে সুইডেনের রাজধানীতে নোবেল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়৷ স্টকহোমের টাউন হলে এখন পর্যটকদের আনাগোনা থাকলেও তখন এখানে এক হাজারের বেশি অতিথির ভোজসভার আয়োজন করা হয়৷ ভোজসভায় সুইডেনের রাজপরিবারের সদস্যরাও উপস্থিত থাকেন৷