1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা বলে প্রচার করে স্বামী রিমান্ডে

২০ জুন ২০২৩

চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় 'পারিবারিক মনোমালিন্যের' পর তিন সন্তানের মাকে হত্যা করে তা 'আত্মহত্যা' বলে প্রচারের ঘটনায় স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

https://p.dw.com/p/4SnTP
প্রতীকী ছবিছবি: Wavebreak Media LTD/IMAGO

রিমান্ডে 'আত্মহত্যার কথা মিথ্যা' বলে স্বীকার করলে গতকাল সোমবার বিকেলে লক্ষ্মীপুরে কবর থেকে মরদেহ তুলে তা রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়৷

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার দ্য ডেইলি স্টারকে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেন জানিয়েছেন, গ্রেপ্তার কাজী সাহেদুজ্জামান রিমন (৩৫) বর্তমানে ৪ দিনের রিমান্ডে আছেন৷

তিনি বলেন, 'পোশাক কারখানায় কাজের সুবাদে ১১ বছর আগে আসমা আক্তারের (২৬) সঙ্গে রিমনের সম্পর্ক ও পরে বিয়ে হয়৷ তাদের ১ ছেলে ও ২ মেয়ে আছে৷ তারা পতেঙ্গার খেজুরতলা এলাকায় থাকতেন৷'

'গত ১০ জুন আসমার বাবাকে ফোন করে রিমন জানান, তার মেয়ে আত্মহত্যা করেছে৷ আসমার বাবা শহরে তার আরেক মেয়েকে ফোন দিয়ে সেখানে যেতে বলেন৷ আসমার বোন রোকেয়াকে বলা হয় মরদেহ তাড়াতাড়ি কবর দিতে হবে৷ এরপর তিনি মরদেহ নিয়ে লক্ষ্মীপুর রওনা দেন৷'

'অ্যাম্বুলেন্সে ওঠার পর রিমন তার মুঠোফোন বন্ধ করে দিলে পরিবারের সন্দেহ হয়৷ যোগাযোগে ব্যর্থ হয়ে গত ১২ জুন আসমার পরিবার থানায় অভিযোগ দেয়,' যোগ করেন ওসি৷

ওসি আফতাব জানান, প্রযুক্তির সহায়তায় গত ১৪ জুন রিমনকে নগরীর ইপিজেড এলাকা থেকে গ্রেপ্তার করা  হয়৷

তিনি আরও জানান, রিমনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে তিনি আসমার আত্মহত্যার ঘটনাটি 'মিথ্যা' বলে স্বীকার করেন৷ গতকাল ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে পুলিশ কবর থেকে মরদেহ তোলে৷

আলামত হিসেবে একটি বটি ও কয়েক টুকরো রশি জব্দ করেছে পুলিশ৷

এনএস/কেএম (দ্য ডেইলি স্টার)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য