স্ত্রী হাসিনার দাবি ‘পুলিশ নিয়ে গেছে', অন্যরা বলছেন ‘অপহৃত'
১২ মার্চ ২০১৫বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে মঙ্গলবার রাতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন তাঁর স্ত্রী, সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদ৷ পুলিশ দাবি করছে, সালাহ উদ্দিন আহমেদ সম্পর্কে তারা কিছু জানে না৷ পুলিশের কাছ থেকে কোনো সাড়া না পেয়ে তাঁর স্বামীর সন্ধান চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন হাসিনা আহমেদ৷
সালাহ উদ্দিন আহমেদের ‘নিখোঁজ' হয়ে যাওয়ার খবর টুইট করেছেন অনেকেই৷ তাঁদের কেউ কেউ বিএনপির মুখপাত্রকে ‘সরকার অপহরণ করেছে' বলেও অভিযোগ করছেন৷
কয়েকদিন আগে নাগরিক ঐক্যের প্রধান মাহমুদুর রহমান মান্নাকে নিয়েও তাঁর পরিবারের সদস্যদের মধ্যে দেখা দিয়েছিল উৎকণ্ঠা৷ সংবাদমাধ্যমে বিএনপি নেতা সাদেক হোসেন খোকা এবং অজ্ঞাত এক ব্যক্তির সঙ্গে তাঁর টেলিফোন কথোপকথনের অডিও প্রকাশিত হওয়ার পর হঠাৎ ‘নিখোঁজ' হয়ে যান মান্না৷ পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, মাহমুদুর রহমান মান্নাকে বনানীর এক আত্মীয়ের বাসা থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে দিয়ে কয়েকজন ধরে নিয়ে গেছে৷ ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগ জানায়, মান্নাকে তাঁরা আটক করেনি৷ পরে র্যাব তাঁকে পুলিশের কাছে সোপর্দ করে৷ মাহমুদুর রহমান মান্না এখন রিমান্ডে৷ টুইটারে তাঁকে নিয়েও লেখালেখি হচ্ছে৷
সংকলন: আশীষ চক্রবর্ত্তী
সম্পাদনা: দেবারতি গুহ