অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্ট অফ বাংলাদেশ (আটাব)-এর প্রেসিডেন্ট আবদুস সালাম আরেফ বলেন, ‘‘স্থলবন্দর দিয়ে প্রতি বছর ভারতে যাচ্ছেন অন্তত ২০ লাখ মানুষ। এর বড় অংশ ট্যুরিজমে। আবার হজ্জও এক ধরনের ট্যুরিজম। সেটা ধরলে সাড়ে ৩ লাখ মানুষ প্রতি বছর হজ্জ করতে যাচ্ছেন। এর বাইরে পুরোপুরি বিনোদনের জন্য দেশের বাইরে যাচ্ছেন দেড় থেকে দুই লাখ মানুষ।”