1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরো ২০১২

২৭ জুন ২০১২

এবার সবার নজর উয়েফা ইউরো ২০১২ ফুটবল প্রতিযোগিতার সেমিফাইনালের দিকে৷ আজ বুধবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে স্পেন ও পর্তুগাল৷ আগামীকাল খেলতে নামবে জার্মানি আর ইটালি৷

https://p.dw.com/p/15LhC
ছবি: DW

আইবেরীয় বা স্পেনীয় উপদ্বীপের দুটি দেশকেই ফুটবল পরাশক্তি বলা চলে৷ সেই স্পেন ও পর্তুগাল পরস্পরের মুখোমুখি হচ্ছে বুধবার৷ পর্তুগালের ভরসা ক্রিস্টিয়ানো রোনাল্ডো৷ প্রথমে জার্মানি ও ডেনমার্কের বিরুদ্ধে ম্যাচে ভালো খেলতে না পারলেও তারপর নেদারল্যান্ডস ও তারপর কোয়ার্টার ফাইনালে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে ম্যাচে তাক লাগিয়ে দিয়েছেন রোনাল্ডো৷ ফুটবল বিশেষজ্ঞ অরুণাভ চৌধুরী আরও মনে করেন, স্পেনের খেলার মান বেশ উঁচু৷ দলের কোচ ৪-৬-০ ছকে খেলাচ্ছেন, অর্থাৎ স্ট্রাইকারের জন্য বাঁধাধরা জায়গা থাকছে না৷ কিন্তু তাদের গোল করার ইচ্ছা সেভাবে দেখা যাচ্ছে না, যেমনটা ২০০৮ সালের ইউরো প্রতিযোগিতা বা ২০১০ সালের বিশ্বকাপে সবার নজর কেড়েছিল৷

রোনাল্ডো'র মতো খেলোয়াড় জাতীয় দলে খেললেও ক্লাব ফুটবল জগতের ছায়াও ইউরো ২০১২এর মধ্যে দেখা যাচ্ছে৷ বার্সেলোনা'র খেলোয়াড়রা শুধু স্পেনের জাতীয় দলে খেললেও রেয়াল মাদ্রিদের খেলোয়াড়রা ছড়িয়ে রয়েছেন একাধিক দেশের জাতীয় দলে৷ স্পেন, পর্তুগাল ও জার্মানি টিমে এদের দেখা যাচ্ছে৷ স্পেনের জাতীয় দল যেন রেয়াল ও বার্সেলোনারই যৌথ টিম৷

ইউরো অথবা বিশ্বকাপের শেষ সাতটি খেলায় জার্মানি কখনোই ইটালির বিরুদ্ধে জিততে পারে নি৷ বৃহস্পতিবারের সেমিফাইনালে কি সেই প্রবণতা ভাঙা সম্ভব হবে? ফুটবল বিশেষজ্ঞ অরুণাভ চৌধুরী এপ্রসঙ্গে মনে করিয়ে দিলেন, তিনবার বিশ্বকাপে ইটালির বিরুদ্ধে জার্মানির পরাজয় ঘটেছে৷ ইউরো কাপে চারবারই ইটালির বিরুদ্ধে গ্রুপ পর্যায়ের ম্যাচে ড্র করেছে জার্মানি৷ ইউরো কাপে সেমিফাইনাল পর্যায়ে প্রথমবার মুখোমুখি হচ্ছে এই দুই দল৷

জুয়া কেলেঙ্কারিতে জর্জরিত হওয়া সত্ত্বেও ইটালি প্রতিপক্ষ হিসেবে যথেষ্ট শক্তিশালী হবে বলে মনে করেন অরুণাভ৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য