স্পেনে কুকুরদের সার্ফিং প্রতিযোগিতা
সপ্তাহান্তে স্পেনের কান্তাব্রিয়ার সুয়ানসেসের একটি সৈকতে বার্ষিক ইউরোপিয়ান ডগ সার্ফিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে৷
ইউরোপীয় প্রতিযোগিতা
স্পেনের উত্তরে কান্তাব্রিয়ার সুয়ানসেসের একটি সৈকতে সপ্তাহান্তে বার্ষিক ইউরোপিয়ান ডগ সার্ফিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে৷ এবার তৃতীয়বারের মতো প্রতিযোগিতাটি আয়োজন করা হয়েছিল৷
‘দারুণ অনুভূতি’
১৩ বার স্পেনের বডিসার্ফ প্রতিযোগিতা জেতা ডেভা মার্টিন সোলার তার দুটি পোষা কুকুর বালু ও গোস্টকে নিয়ে প্রতিযোগিতায় অংশ নেন৷ ‘‘কুকুর যত পানির মধ্যে যায়... তত মজা পায়৷ আপনি যদি সার্ফিং পছন্দ করেন, আর কুকুরকে সঙ্গে রাখেন, সত্যিটা হচ্ছে এটা দারুণ অনুভূতি,’’ বলেন তিনি৷
জয়ী কুকুর
কয়েক ডজন কুকুর প্রতিযোগিতায় অংশ নেয়৷ খুয়ান মানুয়েল সান্টিয়াগোর চকলেট রংয়ের ল্যাব্রাডর কোয়া এতে জয়ী হয়েছে৷
ভয়
ভেরোনিকা লমব্রানা তার স্নাউৎসার জাতের কুকুর কাইকে প্রথমবারের মতো প্রতিযোগিতায় অংশ নিতে নিয়ে এসেছিলেন৷ শুরুতে কাই একটু ভয় পেলেও পরে মজা পেয়েছে বলে জানান লমব্রানা৷
লক্ষ্য
পোষা প্রাণিদের জন্য খাবার বিক্রি করা কোম্পানি ডিঙ্গোনাটুরা এই প্রতিযোগিতার আয়োজন করেছিল৷ কোম্পানির কর্মকর্তা মানুয়েল কালভো বলেন, কুকুরকে পোষ্য হিসেবে নিতে মানুষকে উৎসাহিত করা এবং পোষা প্রাণিকে যেন দূরে সরিয়ে দেওয়া না হয় সেই বিষয়ে মানুষকে সচেতন করা এই আয়োজনের উদ্দেশ্য৷