1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দায়িত্ব ছাড়ছেন দেল বস্কে

১৯ অক্টোবর ২০১৪

বিশ্বকাপের পর থেকেই চাপ ছিল তাঁর ওপর৷ তখন চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত দায়িত্ব ছাড়ার বিষয়টি বিবেচনাই করেননি দেল বস্কে৷ স্পেনকে বিশ্বকাপ জেতানো বর্ষীয়ান এ কোচ অবশেষে জানালেন, ইউরো ২০১৬ শেষেই দলের দায়িত্ব ছাড়বেন৷

https://p.dw.com/p/1DY5n
Bildergalerie WM 2014 Nationaltrainer
ছবি: Reuters

স্পেনের ক্রীড়া দৈনিক ‘এএস'-কে দেল বস্কে বলেছেন, ‘‘জীবনের কোনো বিষয় সম্পর্কেই আগাম কিছু বলা কঠিন, তবে এখন আমি ভাবছি, ফ্রান্সে (অনুষ্ঠেয় ইউরো) ২০১৬ পর্যন্ত কাজ চালিয়ে যাবো, তারপর ছেড়ে দেবো৷''

রেয়াল মাদ্রিদকে দু'বার চ্যাম্পিয়ন্স লিগ এবং দু'বার স্প্যানিশ লিগ জেতানো দেল বস্কে স্পেন জাতীয় দলের দায়িত্ব নেয়ার পর থেকেই সাফল্যের বন্যায় ভেসেছেন৷ তাঁর অধীনেই প্রথমবারের মতো বিশ্বকাপ (২০১০) জেতে স্পেন৷ দু'বছর পর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপও জিতে ফিফা শীর্ষস্থানে জেঁকে বসেছিল সাভি-ইনিয়েস্তা-কাসিয়াসদের দল৷ এ বছর টপ ফেভারিট হয়েই দ্বিতীয় বার বিশ্বকাপ জয়ের আশা নিয়ে গিয়েছিল ব্রাজিলে৷ কিন্তু প্রথম ম্যাচেই নেদারল্যান্ডসের কাছে ৪-১ গোলে হেরে সেই যে ছন্দপতন হলো, আর ঘুরে দাঁড়াতে পারেনি৷ চিলির কাছেও ২-০ গোলে হারায় গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় তারা৷

জাতীয় দলের এমন ব্যর্থতার কারণে স্পেনে কোচ দেল বস্কের অপসারণের দাবি ওঠে তখনই৷ কিন্তু ৬১ বছর বয়সি কোচ তখন চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত দায়িত্বে থাকার সিদ্ধান্তে অটল ছিলেন৷ আগামী বছরের ১০ জুন থেকে ফ্রান্সে শুরু হবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ২০১৬৷ শেষ হবে ১০ জুলাই৷ স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘এএস'-কে দেয়া সাক্ষাৎকার অনুযায়ী, তারপরই দেল বস্কের জাতীয় দলের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা৷ সাক্ষাৎকারে দেল বস্কে অবশ্য আরো জানিয়েছেন, ইউরো ২০১৬-র পর জাতীয় দলের কোচ না থাকলেও ফুটবল এবং স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সঙ্গেই থাকতে চান তিনি৷

এসিবি/ডিজি (এএফপি)