স্পেনের পোষা প্রাণীদের জন্য স্বর্গীয় আশীর্বাদ
স্পেনের নতুন আইন অনুযায়ী, পোষা প্রাণীদেরও নিজেদের মতো করে সংবেদনশীলতা রয়েছে৷ বিশেষ দিনে প্রিয় পোষা প্রাণীরা পায় সেইন্ট অ্যান্টনির আশীর্বাদ৷
সেইন্ট অ্যান্টনির বিশেষ দিনে পোষা প্রাণীরা কী করছে?
সেইন্ট অ্যান্টনির বিশেষ দিনে অনেক মানুষ গির্জায় আসেন পোষা প্রাণীগুলিকে নিয়ে৷ আশীর্বাদ নেন যাজকের থেকে৷ রাস্তা জুড়ে সেদিন শুধু কুকুর কিংবা বিড়াল নয়, পাখি কিংবা সরীসৃপও নিয়ে আসেন কেউ৷ জনশ্রুতি রয়েছে, সেইন্ট অ্যান্টনি সব প্রাণীদের ভালবাসতেন৷
পোষ্যদের জন্য আইন
নতুন আইনে পোষা প্রাণীরা স্পেনের পরিবারের অংশ৷ আগে তাদের বস্তু হিসেবে দেখা হত৷ দম্পতির বাড়িতে কোনো পোষা প্রাণী থাকলে, তাদের বিবাহবিচ্ছেদ হলে বিচারককে সিদ্ধান্ত নিতে হবে কে প্রাণীটির দায়িত্ব নেবে৷
আশীর্বাদ নেওয়ার লাইন
পাম্পলনাতে বিশাল লাইন৷ আশীর্বাদ নেবে চারপেয়েরা৷ প্রাণীগুলিকে পরিবারের সদস্যই ভাবতেন সবাই৷ তবে নতুন আইন আরও কঠোর৷ আইনের ফলে প্রাণীদের একা রেখে যাওয়া যাবে না, মালিকের থেকে বিচ্ছিন্ন করা যাবে না, দুর্ব্যবহার করা যাবে না পোষাপ্রাণীগুলির সঙ্গে৷
স্পেনের বিশেষ দিন
স্পেনজুড়ে পালিত হয় সেইন্ট অ্যান্টনির বিশেষ দিন৷ মাদ্রিদের গির্জায় হাজার হাজার মানুষ আসেন পোষা প্রাণীদের নিয়ে৷
মাছ কিংবা কুকুর, যে কোনও পোষ্য
পাম্পলনার একটি ছোট্ট দোকানে ফাদার সিজার মাহানা অ্যাকোয়ারিয়ামের মাছগুলিকে আশীর্বাদ করেছেন৷ তাই নিজের গোল্ডফিশ থাকলে তাকেও নিয়ে যাওয়া যেতে পারে গির্জায়৷ পোষা প্রাণীদের মধ্যে কোনও বিভেদ নেই৷ সবাইকে প্রথা মেনে আশীর্বাদ করা হয় সেইন্ট অ্যান্টনির দিনে৷
সেইন্ট অ্যান্টনির মাহাত্ম্য
স্পেনের গ্রামাঞ্চলে রোমান ক্যাথলিক গির্জার বড় ভূমিকা রয়েছে৷ বিশেষ করে, প্রবীণদের কাছে দিনটি গুরুত্বপূর্ণ৷
বাড়ির মোরগটিও বাদ পড়ে না আশীর্বাদ থেকে
সেইন্ট অ্যান্টনির বিশেষ দিন পালিত হয় মেক্সিকোতে৷ স্পেনের এই আইন সারা বিশ্বকে পথ দেখাচ্ছে৷ পশুদের অধিকারের জন্য লড়ে যাচ্ছেন যে কর্মীরা, তারা প্রাণীদের ট্যাটু এবং পিয়ার্সিংয়ের বিরুদ্ধেও সরব হচ্ছেন৷