1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্পেনের বন্যায় মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে

১ নভেম্বর ২০২৪

স্পেনের প্রশাসন জানিয়েছে, এখনো বহু মানুষ নিখোঁজ। সব জায়গায় এখনো পৌঁছানো সম্ভব হয়নি।

https://p.dw.com/p/4mTAJ
জলে ভেসে গেছে গাড়ি
বন্যার পর স্পেনছবি: Manu Fernandez/AP/picture alliance

বৃহস্পতিবার বিকেল পর্যন্ত স্পেনের বন্যায় মৃতের সংখ্যা ১৫০ তে পৌঁছেছে। এখনো বহু মানুষ নিখোঁজ বলে জানা গেছে। ভ্যালেন্সিয়া কার্যত একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখনো বহু জায়গায় উদ্ধারকারীরা পৌঁছাতে পারেননি বলে জানিয়েছে প্রশাসন। তবে উদ্ধারকাজ চলছে।

মঙ্গলবার প্রবল বৃষ্টির পর ফ্ল্যাশ ফ্লাড বা চকিত বন্যা হয় ভ্যালেন্সিয়া অঞ্চলে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আরো বৃষ্টি হওয়ার আশঙ্কা আছে। বৃষ্টির জন্য উদ্ধার কাজে ব্যাঘাত ঘটছে।

বৃহস্পতিবার স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো স্যাঞ্চেজ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেছিলেন। সেখানে গিয়ে সাংবাদিকদের তিনি জানিয়েছেন, খারাপ সময় এখনো শেষ হয়নি। আরো বৃষ্টির আশঙ্কা আছে। এরপর বৃষ্টি হলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে।

বাড়িতে থাকার পরামর্শ

ভ্যালেন্সিয়া এবং ক্যাসেলন অঞ্চলের মানুষদের বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। বস্তুত, ১৯৭৩ সালে শেষ এমন বন্যা দেখেছিল স্পেন। প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, বহু মানুষ এখনো নিখোঁজ। তবে নির্দিষ্ট কোনো সংখ্যা তিনি বলেননি। এদিকে, বিজ্ঞানীরা জানিয়েছেন, এমন আবহাওয়ার জন্য দায়ী জলবায়ু পরিবর্তন। যত দিন যাবে, এই ধরনের পরিস্থিতি আরো বেশি তৈরি হবে বলে তারা জানিয়েছেন।

বিদ্যুৎ নেই, জল নেই

বিস্তীর্ণ এলাকাজুড়ে এখনো বিদ্যুৎ নেই। নেই খাওয়ার জল। গাড়ি, ট্রাক, বাস ভেসে গেছে জলের তোড়ে। বহু মানুষ স্থানীয় পুলিশ স্টেশন, দমকলের দপ্তরে গিয়ে আশ্রয় নিয়েছেন। উদ্ধারকারীরা আক্রান্তদের বিভিন্ন শিবিরে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে।

স্পেনের রাজা এবং প্রধানমন্ত্রী দু'জনেই মৃতদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়েছেন। এই পরিস্থিতি থেকে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার জন্য যা যা করা দরকার, সব করা হবে বলে জানিয়েছেন রাজা।

এসজি/জিএইচ (রয়টার্স, এএফপি)