স্বাধীনতা দিবসে রক্তাক্ত আফগানিস্তান
১৯ আগস্ট ২০১৯দেশটির নানগারহার প্রদেশের একটি শহর ও এর আশপাশে সোমবার ১০টি বোমা বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে৷ আহতের সংখ্যা বাড়তে পারে বলে এএফপি জানিয়েছে৷
রয়টার্স বলছে, বিস্ফোরণে কমপক্ষে ৬৬ জন আহত হয়েছেন৷ তবে এখনো কেউ হামলার দায় স্বীকার করেনি৷
ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতার শততম বছর উদযাপনে সোমবার আফগানিস্তানে সরকারিভাবে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছিল, সাধারণ জনগণ তাতে যোগ দিয়েছিলেন৷
নানগারহার গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানী জানিয়েছেন, মানুষ যখন স্বাধীনতা দিবস উদযাপন করছিল তখন জালালাবাদের বিভিন্ন অঞ্চলে ইমপ্রোভাইজ্ড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ হয়৷
জালালাবাদের আশপাশের অঞ্চলে তালেবান যোদ্ধা ও ইসলামিক স্টেটের স্থানীয় গ্রুপের সদস্যদের আবাসস্থল হওয়ায় এই অঞ্চলে প্রায়ই বোমা বিস্ফোরণের খবর পাওয়া যায়৷
সোমবারের বিস্ফোরণের পর খোগিয়ানী জানিয়েছিলেন কমপক্ষে ১৯ জন আহত হয়েছে৷ তবে স্থানীয় হাসপাতালের একজন মুখপাত্র বলছেন, বিস্ফোরণে আহত প্রায় ৪০ জনকে হাসপাতালে আনা হয়েছিল এবং এই সংখ্যা আরো বাড়তে পারে৷ বিস্ফোরণে কমপক্ষে ৬৬ জন আহত হয়েছে বলে রয়টার্স নিশ্চিত করেছে৷
আহতদের মধ্যে শিশুরাও রয়েছে বলে এএফপির একজন প্রতিবেদক জানিয়েছেন৷
আফগানিস্তানের রাষ্ট্রপতি আশরাফ গনি বলেছেন, ‘‘আহতদের সম্মান জানিয়ে আমরা অনুষ্ঠানগুলো স্থগিত করেছি কিন্তু আমরা অবশ্যই এর প্রতিশোধ নেব। আমরা প্রতি ফোঁটা রক্তের বদলা নেব।"
এসআই/কেএম (এএফপি, রয়টার্স)