স্বাধীনতা বিরোধী চক্র প্রশাসনের ভিতরে যুদ্ধাপরাধের বিচার বাধাগ্রস্ত করছে
২৭ মার্চ ২০১১এ তথ্য ডয়চে ভেলেকে জানিয়েছেন, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুন্যালের প্রসিকউটর অ্যাডভোকেট জেয়াদ আল মালুম৷ তিনি বলেন, তবুও তাঁরা মাঠ পর্যায়ের তদন্ত প্রায় শেষ করে এনেছেন৷ এখন চূড়ান্ত অভিযোগ গঠনের দিকে এগিয়ে যাচ্ছেন৷
গত বছরের ২৫শে মার্চ আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুন্যাল গঠন করা হয়৷ কাজ শুরু করে জুলাই মাসে৷ এরই মধ্যে তারা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, মো. কামারুজ্জামান, দেলোয়ার হোসেন সাঈদী ও সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেফতার দেখিয়েছে যুদ্ধাপরাধ মামলায়৷ গ্রেফতার দেখানোর আবেদন করা হয়েছে আব্দুল আলিমকে৷ আর নিজামী মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়েছে৷ কিন্তু ট্রাইবুন্যালের কাজের এই গতিতে সন্তুষ্ট নন অনেকেই৷ এর জবাবে ট্রাইবুন্যালের প্রসিকউটর অ্যাডভোকেট জেয়াদ আল মালুম ডয়চে ভেলেকে বলেন, স্বাধীনতার পর অধিকাংশ সময় মুক্তিযুদ্ধ বিরোধীরা ক্ষমতায় ছিল৷ এখন তারা রাষ্ট্রক্ষমতায় না থাকলেও তাদের লোকজন এখনো প্রশাসন সহ বিভিন্ন জায়গায় রয়েছে৷ তারা নানাভাবে বিচারকাজ বাধাগ্রস্ত করতে চাইছে৷
প্রসিকউটর বলেন, তবুও তাঁরা বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছেন৷ মাঠ পর্যায়ের তদন্ত প্রায় শেষ৷ এখন পেপার ক্লিপিং, ডকুমেন্ট , অডিও, ভিডিওসহ দলিল সংক্রান্ত তথ্যপ্রমাণ যাচাই বাছাইয়ের কাজ শুরু হবে৷ তারপরই চূড়ান্ত অভিযোগ গঠন করে শুরু হবে বিচার৷ এতে বিভিন্ন দেশের সহায়তা নেয়া হচ্ছে৷ এমনকি সাক্ষী হিসেবে আদালতে অনেক বিদেশি নাগরিকও সাক্ষ্য দেবেন বলে তিনি জানান৷
তিনি জানান, গোলাম আযম এবং মীর কাশেম আলীসহ আরো কয়েকজনের বিরুদ্ধেও তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়