1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্বেচ্ছায় মৃত্যুবরণে আপত্তি জার্মান আদালতের

৮ নভেম্বর ২০২৩

দুই ব্যক্তি ডাক্তার ছাড়াই মৃত্যুবরণের আবেদন জানিয়েছিলেন জার্মান আদালতে। তারা দুইজনেই কঠিন রোগে আক্রান্ত। আদালত তাদের আবেদন খারিজ করেছে।

https://p.dw.com/p/4YXUN
জার্মান আদালত
জার্মান আদালতে স্বেচ্ছামৃত্যুর আবেদনছবি: Sebastian Willnow/dpa/picture alliance

জার্মানির দুই ব্যক্তি স্বেচ্ছায় মৃত্যুবরণের আবেদন জানিয়েছিলেন। একজন ক্যান্সার পরবর্তী সমস্যার রোগী, অন্যজন সিরোসিসের রোগী। দুইজনেই ডাক্তারের পরামর্শ ছাড়া সোডিয়াম-পেন্টোবারবিটাল নেয়ার আবেদন জানিয়েছিলেন। এই ওষুধটি মূলত ঘুমের ওষুধ। কিন্তু বেশি পরিমাণে নিলে মৃত্যু অবশ্যম্ভাবী। বস্তুত, এই ওষুধ দিয়েই অ্যামেরিকায় মৃত্যুদণ্ড দেয়া হয়।

জার্মান আদালত অবশ্য আবেদনগুলি খারিজ করে দিয়েছে। আদালতের বক্তব্য, যদি প্রয়োজন হয়, আদালতের সঙ্গে চিকিৎসকের কথা বলতে হবে। স্বেচ্ছায় কাউকে এই সুযোগ দেওয়া যাবে না। সেক্ষেত্রে আত্মহত্যার প্রবণতা বাড়বে।

উল্লেখ্য, আদালত স্বেচ্ছামৃত্যুর বিষয়টি সম্পূর্ণ খারিজ করে দেয়নি। কিন্তু এই দুই ব্যক্তি চিকিৎসকের পরামর্শ ছাড়াই স্বেচ্ছামৃত্যুর আবেদন জানিয়েছিলেন। আদালত সেই বিষয়টি খারিজ করে দিয়েছে।

জার্মানির লাইপজিগ আদালত এই রায় দিয়েছে। তবে রোগীরা উচ্চ আদালতে আবেদন জানাতেই পারেন।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি)