1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্লোগানে স্লোগানে বর্ষবরণ

স্যমন্তক ঘোষ নতুন দিল্লি
৩১ ডিসেম্বর ২০১৯

সিএএ এবং এনআরসি নিয়ে প্রতিবাদ এবার বর্ষবরণেও৷ অভিনব পরিকল্পনা দিল্লির আন্দোলনকারীদের৷ রাত ১২টা থেকে রাজধানীর দিকে দিকে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয়েছে৷

https://p.dw.com/p/3VWmx
ছবি: Reuters/A. Fadnavis

রাত ১২টায় উৎসব হবে গোটা পৃথিবীতে৷ সকলেই নতুন বছরকে শুভেচ্ছা জানানোর প্রস্তুতি নিচ্ছেন৷ কোথাও ফাটবে আতসবাজি, কোথাও উদ্দাম উল্লাস৷ পিছিয়ে নেই দিল্লিও৷ বর্ষবরণ উৎসবের টুইট ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়৷ তবে এই উৎসব খানিক অন্যরকম৷ এখানে আতসবাজি নেই, ডিজে নেই, আছে স্লোগান৷ সিএএ এবং এনআরসির বিরোধিতা করে দিল্লি জুড়ে সারা রাত মিটিং মিছিলের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা৷

ইন্ডিয়া গেটে মিছিলের ডাক দিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা৷ শাহিনবাগে লাগাতার চলছে ‘ধর্না'৷ সেখানেও রাতভর বর্ষবরণ কর্মসূচি নিয়েছেন বিক্ষোভকারীরা৷ জামিয়া মিলিয়া ইসলামিয়ার ক্যাম্পাসে আয়োজন হচ্ছে বিশাল সভার৷ বিশিষ্ট ব্যক্তিত্বদের সেখানেও আহ্বান করা হচ্ছে৷ জামিয়ার ছাত্র নাসির আখতারের বক্তব্য, ''২০১৯ সাল আমরা কোনও দিন ভুলব না৷ ২০২০ সালে গত বছরের পাপ যাতে ধুয়ে যায়, তার জন্য সঙ্ঘবদ্ধ হতে হবে আমাদের৷ নতুন বছরের শুরুতে এটাই হবে আমাদের কামনা৷ সারা রাত ধরে সে কথাই গানে-গল্পে-স্লোগানে-কবিতায় বলব আমরা৷'' বস্তুত বিক্ষোভে নতুন মাত্রা যোগ করেছে নাসিরুদ্দিন শাহের একটি ভিডিও৷ বিক্ষোভকারীরা জানিয়েছেন, এ দিন দিকে দিকে ওই ভিডিওটি দেখানো হবে৷

বর্ষবরণের রাতে সিএএ, এনআরসি নিয়ে যে উত্তেজনা ছড়াতে পারে, দিল্লি পুলিশ তা আগেই বুঝেছে৷ ফলে বেশ কিছু এলাকায় ১৪৪ ধারা জারি করে দেওয়া হয়েছে৷ যদিও তার জন্য কর্মসূচির কোনও ক্ষতি হবে বলে মনে করছেন না আন্দোলনকারীরা৷ তাঁদের বক্তব্য, এতদিন ধরে পুলিশ দিয়ে আন্দোলন যখন ভাঙা যায়নি, তখন এখনও যাবে না৷

ডয়চে ভেলের দিল্লি প্রতিনিধি স্যমন্তক ঘোষ৷
স্যমন্তক ঘোষ ডয়চে ভেলের দিল্লি প্রতিনিধি৷