হংকং-এ গরিবের সহায়তায় মুখোশ পরা মহিলা ‘‘সুপারহিরো’’
২৯ মে ২০১১অবাক হবার মতো ব্যাপার হলেও, আসলে কিন্তু ঘটনা সত্য৷ তিনি নিজেকে বলছেন, ‘‘বাউহিনিয়া হেরোইন''৷ সানডে মর্নিং পোস্টের খবরে বলা হয়েছে, তাঁর পোশাক-আশাক ব্ল্যাক রোজ-এর মডেল কন্যার মতো৷ ১৯৬৫ সালের একটি চলচ্চিত্রে যিনি ধনীদের কাছ থেকে চুরি করে গরিবদের মধ্যে বিলিয়ে দিতেন৷ পত্রিকাটি জানিয়েছে, ঐ অজ্ঞাত পরিচয় মহিলা নুডলস, হ্যামবার্গার এবং বিস্কুট সহ ১শ' থেকে ২শ' হংকং ডলার নগদ অর্থ দিচ্ছেন প্রত্যেককে৷
পত্রিকাটির সঙ্গে ইমেইলে দেওয়া এক সাক্ষাৎকারে ঐ মহিলা তাঁর পরিচয় প্রকাশ করতে অস্বীকার করেছেন৷ তবে নিজেকে একজন ব্যবসায়ী বলে দাবি করেছেন৷ এবং একই সঙ্গে বলেছেন, মাসে তাঁর রোজগার কয়েক লাখ মার্কিন ডলার৷ তিনি বলেন, ‘‘মানুষ যদি জেনে ফেলে আমি কে, তাহলে ভাববে বিখ্যাত হবার জন্যেই আমি এই কাজ করছি, এই বিষয়টি নিয়েই আমি উদ্বিগ্ন৷ আমি শুধু দরিদ্রকে সহায়তা করতে চাই৷''
প্রতিবেদন: ফাহমিদা সুলতানা
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই