1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হংকংএর মাদাম তুসো যাদুঘরে শাহরুখের মূর্তি

২৩ এপ্রিল ২০১০

হলিউডের বিখ্যাত অভিনেতাদের পাশে জায়গা করে নিলেন বলিউড কিং শাহরুখ খান৷ হংকং এর মাদাম তুসো যাদুঘরে এই বলিউড তারকার মোমের মুর্তি ভক্তদের জন্য নিয়ে আসা হয়েছে৷

https://p.dw.com/p/N41O
ছবি: AP

সেখানে রয়েছে হ্যারিসন ফোর্ড, জনি ডেপ ও জ্যাকি চানের মত হলিউডের নামজাদা তারকারা৷ কিন্তু আগত দর্শকদের ব্যাপক আগ্রহের কারণেই লন্ডনের মাদাম তুসো যাদুঘর থেকে শাহরুখ খানের মূর্তিটাকে হংকংয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্টরা৷ সেখানকার ব্যবস্থাপক ব্রেট পিজিওন জানিয়েছেন, গত দুই বছর ধরে এখানকার মাদাম তুসো যাদুঘরে প্রচুর সংখ্যক ভারতীয় পর্যটক আসছেন৷ আমরা শাহরুখ খানকে এই আকর্ষণের মধ্যে রাখতে পেরে খুশি৷ উল্লেখ্য, ২০০৭ সালে লন্ডনের মাদাম তুসো যাদুঘরে জায়গা হয় শাহরুখ খানের৷ তাঁর আগে হংকংয়ে বলিউডের আরেক তারকা অমিতাভ বচ্চনের মোমের মূর্তিও প্রদর্শিত হয়৷ সেই সাফল্যের জেরে এবার শাহরুখকেও নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়৷

শাহরুখের কোম্পানিতে কর বিভাগের হানা

এদিকে, হংকংয়ে শাহরুখ খানের জন্য ভালো খবর থাকলেও তার নিজ দেশে কিন্তু ঠিক উল্টোটাই ঘটছে৷ জানা গেছে, বৃহস্পতিবার আয়কর বিভাগের কর্মকর্তারা হানা দিয়েছেন তাঁর মালিকানাধীন প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্ট এর কার্যালয়ে৷ আইপিএল নিয়ে বর্তমানে যে দুর্নীতি ও অনিয়মের তদন্ত চলছে তারই অংশ হিসেবে এই অভিযান চালানো হলো শাহরুখের কোম্পানিতে৷ উল্লেখ্য, শাহরুখের মালিকানাধীন আইপিএল এর দল কোলকাতা নাইট রাইডার্স এ শেয়ার রয়েছে তাঁর রেড চিলিস এন্টারটেইনমেন্ট এরও৷ কোলকাতা নাইট রাইডার্সের আরেক মালিক হলেন বলিউডের নায়িকা জুহি চাওলা৷

প্রতিবেদক: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: সাগর সরওয়ার