জীবনমানের উন্নতির খোঁজে বিভিন্ন দেশ থেকে হংকংয়ে আসেন নারী গৃহকর্মীরা৷ কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তাঁদের হতে হয় নির্যাতনের শিকার৷ গৃহকর্মীদের অভিযোগ, তাঁদের সাথে দাসের মতো আচরণ করা হয়৷ তবে এবার প্রকাশ্যে মুখ খুলতে শুরু করেছেন কেউ কেউ৷
https://p.dw.com/p/2inMn
বিজ্ঞাপন
আপনার দেশে গৃহকর্মীরা কী অবস্থায় আছেন? লিখুন নীচের ঘরে৷