হজে যত অব্যবস্থাপনা
জিলহজ মাসের চাঁদ দেখা গেলে আগামী ১০ আগস্ট পবিত্র হজ৷ নানা ধরনের অব্যবস্থাপনার কারণে বরাবরই বাংলাদেশিদের জন্য হজ পালন কষ্টসাধ্য এবং ঝামেলাপূ্র্ণ হয়৷ দেখুন ছবিঘরে...
ভিসা জটিলতা
প্রতি বছরই হজে যাওয়ার সময় ভিসা জটিলতায় পড়তে হয় হজযাত্রীদের৷ এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার জন হজ পালন করতে যাচ্ছেন৷ মক্কা থেকে প্রকাশিত হজ বুলেটিন সোমবার (৩০ জুলাই) পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ছয় হাজার ৬৬৯ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৯৩ হাজার ১৮৮ জন হজযাত্রীসহ মোট ৯৯ হাজার ৮৫৭ জনের সৌদি আরবে পৌঁছানোর খবর নিশ্চিত করেছে৷ তবে আশার কথা— এবার ভিসা জটিলতার বড় কোনো অভিযোগ এখনো ওঠেনি৷
ফ্লাইট সংকট
এ বছর ১ লাখ ২৭ হাজার জনের মধ্যে বিমানের ফ্লাইটে যাচ্ছেন ৬৩ হাজার ৫৯৯ জন৷ প্রায় প্রতি বছর হজে যাবার সময় ফ্লাইট সংকটও দেখা দেয়৷ এবার তা দূর করার জন্য কিছু উদ্যোগ নেয়া হয়েছে৷ প্রথমবারের মতো এবার কিছু ফ্লাইটের জেদ্দা বিমানবন্দরের ইমিগ্রেশন কার্যক্রম ঢাকা থেকেই শেষ করা হচ্ছে৷ অন্যদিকে নির্ধারিত স্লটের বাইরে অতিরিক্ত কোনো ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়নি সৌদি সরকার৷
হজক্যাম্পে কষ্ট
ঢাকা থেকেই কষ্ট শুরু হয় অনেকের৷ রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে থাকে কোনোরকমে রাত্রি যাপনের ব্যবস্থা৷
সৌদি আরবে থাকা-খাওয়ার অসুবিধা
বাংলাদেশে হজ সংস্থা যেসব প্রতিশ্রুতি আর আশ্বাস দেয়, সেগুলো অনেক ক্ষেত্রেই রক্ষা করা হয় না৷ খাওয়া আর থাকার ব্যবস্থা নিয়ে নানা ধরনের প্রতারণার ঘটনা ঘটে৷ যাবার আগে কাবা শরীফের কাছাকাছি বাড়ি ভাড়া করার কথা বলা হলেও অনেক ক্ষেত্রে সেই প্রতিশ্রুতি না রেখে অনেক দূরে থাকার ব্যবস্থা করা হয়৷এ কারণে চরম ভোগান্তিতে পড়তে হয়৷
গাইড না পাওয়া
হজের সময় বিশেষ করে বয়স্ক মানুষদের জন্য গাইডের দরকার হয়৷ কিন্তু অনকেই গাইড পান না৷ ফলে নানা সমস্যায় পড়তে হয় তাঁদের৷
হজ-বাণিজ্য
হজের সময় সৌদি আরবে যাওয়া-আসার টিকিটের দাম বেড়ে যায়৷ এবার তা বেড়ে হয়েছে এক লাখ ২৮ হাজার টাকা৷ গত বছরের তুলনায় তা অবশ্য কম৷ গত বছর টিকিটের দাম ছিল এক লাখ ৩৮ হাজার টাকা৷ বাংলাদেশ বিমান অবশ্য হজের জন্য স্পেশাল ফ্লাইটের ব্যবস্থা করে৷ কিন্তু অন্যান্য বিমানসংস্থায় সেই সুবিধা নেই৷
সরকারি ব্যবস্থাপনায় দুর্নীতি, স্বজনপ্রীতি
প্রতিবছরই কিছু-না-কিছু দুর্নীতি, স্বজনপ্রীতির অভিযোগ ওঠে৷ এর মধ্যে সরকারি খরচে কর্মকর্তা এবং তাদের আত্মীয়-স্বজনদের হজ করতে পাঠানোর অভিযোগ অন্যতম৷