1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হট্টগোলে মুলতুবি সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিন

২২ নভেম্বর ২০১১

ভারতে আজ থেকে শুরু হলো সংসদের শীতকালীন অধিবেশন৷ বিরোধীদের হৈ হট্টগোলে মুলতুবি হয়ে গেল প্রথম দিনের অধিবেশন৷ দ্রব্যমূল্য বৃদ্ধি, দুর্নীতি ইত্যাদি বিভিন্ন ইস্যু নিয়ে সরকারকে কোণঠাসা করতে মরিয়া বিরোধী দল৷

https://p.dw.com/p/13EsB
Parlamentsgebäude Delhi, Indien Foto: Fotolia/Thomas Köcher 23786859
ভারতের সংসদ ভবনছবি: Fotolia/Thomas Köcher

সংসদের শীতকালীন অধিবেশনের আগে স্পীকারের ডাকা সর্বদলীয় বৈঠকে সুষ্ঠুভাবে সংসদের কাজকর্ম চলতে দেবার আশ্বাস দিয়েছিল বিরোধীদলগুলি৷ কিন্তু প্রথম দিনের অধিবেশনের ছবিটা ছিল তার বিপরীত৷ বিরোধী রাজনৈতিক দলগুলি তাদের কৌশলগত চিত্রনাট্য অনুযায়ী কাজ করেছে৷

জিনিসপত্রের লাগাম ছাড়া দাম, দুর্নীতি, টু-জি কেলেঙ্কারীতে স্বরাষ্ট্রমন্ত্রী পি.চিদাম্বরমের ইস্তফার দাবি নিয়ে সরকারকে ধরাশায়ী করতে চাইছে৷ বিজেপি জোটের অভিযোগ, টু-জি স্পেকট্রাম বণ্টন দুনীতিতে জড়িত ছিলেন তৎকালীন অর্থমন্ত্রী চিদাম্বরম৷ তাঁকে ইস্তফা দিতে হবে নাহলে সংসদে চিদাম্বরমকে ভাষণ দিতে দেয়া হবেনা, দিলে তা বয়কট করা হবে৷ বামফ্রন্ট পৃথকভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি, টাকার অবমূল্যায়ন নিয়ে মুলতুবি প্রস্তাব আনবে৷

এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং রাজনৈতিক দলগুলির কাছে সংসদ বয়কট না করার আবেদন রেখেছেন৷ বলেন, সরকার বিরোধীদের আনা সব ইস্যু নিয়ে আলোচনায় রাজি৷ অনেক গুরুত্বপূর্ণ বিল হাতে রয়েছে সেগুলি পাশ করা জরুরি৷ সংসদ বিষয়ক মন্ত্রী পবন বনশালের প্রতিক্রিয়া, বর্জন করার কোনো যুক্তি নেই৷ যৌথ সংসদীয় স্থায়ী কমিটি যখন সমগ্র বিষয়টি খতিয়ে দেখছে তখন এই দাবি অনুচিত৷

বিজেপি মুখপাত্র রবিশঙ্কর প্রসাদ বলেন, বিজেপি সংসদ অচল করার পক্ষপাতি নয়৷ সেটা নির্ভর করছে সরকারের আচরণের ওপর৷

উত্তরপ্রদেশকে চারভাগে ভাগ করার যে প্রস্তাব মুখ্যমন্ত্রী মায়াবতি রাজ্য বিধানসভায় পাশ করান, তার প্রেক্ষিতে উত্তরপ্রদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার দাবিতে সভায় হৈ হট্টগোল শুরু করে দেয় সমাজবাদী পার্টি ও অন্য দল৷ মুলতুবি হয়ে যায় অধিবেশন৷

মোট ২১ দিনের শীতকালীন অধিবেশনে যেসব বিল পাশ করাতে হবে তারমধ্যে আছে, দুর্নীতি বিরোধী লোকপাল বিল, জাতীয় খাদ্য সুরক্ষা বিল, বিচারবিভাগের দায়বদ্ধতা বিল৷ আলোচনার জন্য তোলা হবে খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগ, বেসামরিক বিমান পরিষেবায় বিদেশি বিনিয়োগ, পেনসন ও টেলিকম নীতির সংশোধন ইত্যাদি৷

মোটকথা, শীতকালীন অধিবেশনের প্রতিটি দিনই উত্তপ্ত হয়ে ওঠার সম্ভাবনা৷ বিরোধীদের আক্রমণ প্রতিহত করতে এবং সরকারের দুর্বলতা ঢাকতে প্রতি আক্রমণে তৈরি মনমোহন সিং সরকার৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য