1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হরতালের চিত্র

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৬ জানুয়ারি ২০১৩

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে বিএনপির ডাকে রবিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালে ভাঙচুর, গাড়িতে আগুন এবং ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে৷ সাধারণ মানুষ এই হরতাল নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে৷

https://p.dw.com/p/17Epr
Lawyers loyal to the Bangladesh Nationalist Party (BNP) shout slogans as police officers stand guard during a strike in front of the Judge court in Dhaka January 6, 2013. Bangladesh's opposition alliance, led by former Prime Minister Begum Khaleda Zia, called for a dawn to dusk nationwide strike protesting against the latest hike in fuel oil prices effective from the end of Thursday, local media reported. REUTERS/Andrew Biraj (BANGLADESH - Tags: POLITICS CIVIL UNREST)
Generalstreik in Bangladesch Dhakaছবি: Reuters

হরতালে ঢাকার মিরপুর, পল্লবী, তেজগাঁও, গুলশান, ধানমন্ডি, ঢাকা বিশ্ববিদ্যালয়, কমলাপুর, বাসাবো, যাত্রাবাড়ি ও শাঁখারি বাজার সহ আরও কয়েকটি এলাকায় হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে৷ আর যথারীতি যানবাহন ভাঙচুর করা হয়েছে৷ দেয়া হয়েছে আগুন৷

A Bangladeshi man sits inside a closed petrol station during a nationwide strike in Dhaka on January 6, 2013. Anti-government protesters set fire to cars and buses during the opposition alliance's day-long countrywide shutdown strike protesting the latest hike in fuel oil prices. AFP PHOTO/ Munir uz ZAMAN (Photo credit should read MUNIR UZ ZAMAN/AFP/Getty Images)
জ্বালানি তেলের দাম বৃদ্ধিকে সমর্থন করেন না সাধারণ মানুষছবি: Munir Uz Zaman/AFP/Getty Images

এই হরতালেও যানবাহন তেমন চলাচল না করায় সাধারণ মানুষকে দুর্ভোগে পড়তে হয়৷ আর যাঁরা বাইরে বের হন তাঁরা থাকেন আতঙ্কে৷ তবে তাঁরা জ্বালানি তেলের দাম বাড়ানোয় ক্ষোভ প্রকাশ করেছেন৷

বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেছেন তাঁদের নেতা-কর্মীরা ভাঙচুরের সঙ্গে জড়িত নন৷ তিনি অবিলম্বে সরকারকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনপ্রিয়তা যাচাই করতে বলেন৷

জবাবে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন যারা হরতালের নামে নৈরাজ্য সৃষ্টি করবে তাদের পরিণতিও হবে মির্জা ফখরুলের মত৷

এদিকে, হরতালে বিএনপির নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয় পুলিশ বরাবরের মত অবরুদ্ধ করে রাখে৷ পুলিশ জানায় সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দিতেই এই ব্যবস্থা৷

ঢাকার বাইরেও হরতালে সংঘর্ষ এবং গাড়ি ভাঙচুর ও গাড়িতে আগুন দেয়ার খবর পাওয়া গেছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য