হরতালের চিত্র
৬ জানুয়ারি ২০১৩হরতালে ঢাকার মিরপুর, পল্লবী, তেজগাঁও, গুলশান, ধানমন্ডি, ঢাকা বিশ্ববিদ্যালয়, কমলাপুর, বাসাবো, যাত্রাবাড়ি ও শাঁখারি বাজার সহ আরও কয়েকটি এলাকায় হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে৷ আর যথারীতি যানবাহন ভাঙচুর করা হয়েছে৷ দেয়া হয়েছে আগুন৷
এই হরতালেও যানবাহন তেমন চলাচল না করায় সাধারণ মানুষকে দুর্ভোগে পড়তে হয়৷ আর যাঁরা বাইরে বের হন তাঁরা থাকেন আতঙ্কে৷ তবে তাঁরা জ্বালানি তেলের দাম বাড়ানোয় ক্ষোভ প্রকাশ করেছেন৷
বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেছেন তাঁদের নেতা-কর্মীরা ভাঙচুরের সঙ্গে জড়িত নন৷ তিনি অবিলম্বে সরকারকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনপ্রিয়তা যাচাই করতে বলেন৷
জবাবে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন যারা হরতালের নামে নৈরাজ্য সৃষ্টি করবে তাদের পরিণতিও হবে মির্জা ফখরুলের মত৷
এদিকে, হরতালে বিএনপির নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয় পুলিশ বরাবরের মত অবরুদ্ধ করে রাখে৷ পুলিশ জানায় সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দিতেই এই ব্যবস্থা৷
ঢাকার বাইরেও হরতালে সংঘর্ষ এবং গাড়ি ভাঙচুর ও গাড়িতে আগুন দেয়ার খবর পাওয়া গেছে৷