হরিয়ানার দাঙ্গায় নিহত ছয়
৩ আগস্ট ২০২৩হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টারের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি ছয় জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে৷ এখন পর্যন্ত ১১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি৷ বুধবার সাংবাদিকদের তিনি বলেন, ‘‘অপরাধীদের ছাড় দেয়া হবে না৷ আমরা জনগণের নিরাপত্তার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ৷''
রাজ্য পুলিশ জানিয়েছে মৃতদের মধ্যে দুইজন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য৷ নুহ জেলায় সংঘাত থামাতে গিয়ে তারা নিহত হয়েছেন৷
নতুন দিল্লির আশেপাশে সতর্কতা হিসেবে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ৷
গত সোমবার মুসলিম অধ্যুষিত নুহ জেলায় হিন্দুদের একটি ধর্মীয় শোভাযাত্রাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘাতের সূচনা হয়৷ সেদিন দুই পুলিশ সদস্য সহ চারজন মারা যান, আহত হন প্রায় ৬০ জন৷ বুধবার সকালে আরো দুইজনের মৃত্যুর খবর জানিয়েছে কর্তৃপক্ষ৷
এদিকে জেলার বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান বুধবার খুলে দেয়ার অনুমতি দেয়া হয়েছে৷ যদিও নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে বিভিন্ন প্রতিষ্ঠান অনলাইনে ক্লাস নিয়েছে৷
অবশ্য পুলিশের কর্মকর্তারা দাবি করেছেন, পরিস্থিতি এখন ‘স্বাভাবিক' এবং সব শিক্ষা প্রতিষ্ঠান ও অফিসে স্বাভাবিক কার্যক্রম চলছে৷
এফএস/কেএম (রয়টার্স/এএফপি)