1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হলিউডের ছবিতে সেনাবাহিনীর প্রভাব!

২২ জানুয়ারি ২০১৩

ইতিহাসবিদ বর্ণনা করবেন যু্দ্ধবাজ হিসেবে, কিন্তু চলচ্চিত্রে তাঁকে তুলে ধরতে হবে দেশপ্রেমিক সেনা কর্মকর্তা হিসেবে৷ না পারলে কোনো সহায়তা পাবেন না৷ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অলিখিত এ নিয়ম মেনেই তৈরি হচ্ছে শত শত ছবি৷

https://p.dw.com/p/17Onh
Regisseur Ridley Scott (l) und Schauspielerin Demi Moore (r) bei den Dreharbeiten zu dem neuen Film "Die Akte Jane", der am 26.2.1998 in die Kinos kommt. Demi Moore spielt die junge Jordan O'Neill, die als erste Frau am Rekrutentraining der Eliteeinheit der Navy Seals teilnimmt. Ihr sadistischer Ausbilder Urgayle (Viggo Mortensen) traktiert Jordan verbal und körperlich, doch die Marineoffizierin hält durch und verschafft sich Respekt. In dem Film von Ridley Scott, der sich mit "Alien", "Blade Runner" und "Thelma & Luise" einen Namen gemacht hat, läßt sich Demi Moore eine Glatze scheren.
ছবি: picture-alliance/dpa

এ সব ছবিতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে দেখানো হয় দেশপ্রেমিকের মতো করে৷ সেখানে অমানবিক কিছু করা হলেও সেটা দেশের স্বার্থে করা – এই যুক্তিতে ইতিবাচকভাবেই তুলে ধরা হয়৷ এতদিন এর খুব একটা সমালোচনা না হলেও হালে অনেকেই মুখ খুলছেন৷ বিশেষ করে বিন লাদেনকে হত্যা করার অভিযান নিয়ে তৈরি দুটি ছবি ‘জিরো ডার্ক থার্টি' এবং ‘সিল টিম সিক্স : দ্য রেড অন ওসামা বিন লাদেন'-এর কারণে মুখ খুলেছেন সমালোচকেরা৷ তাঁদের মতে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে ইতিবাচকভাবে তুলে ধরতে ‘জিরো ডার্ক থার্টি' ছবির জন্য ক্যামেরার সামনে বসে সাক্ষাৎকারও দিয়েছেন যুক্তরাষ্ট্রের সেনা কর্মকর্তারা৷ এভাবে পেন্টাগনের সহায়তায় ছবিটিতে জিজ্ঞাসাবাদের নামে কারো ওপর অকথ্য নির্যাতন চালানো, এমনকি মানুষ হত্যাকেও প্রকারান্তরে সমর্থন জানানো হয়েছে বলে তাঁদের অভিযোগ৷

HANDOUT - Eine Szene des Films «Zero Dark Thirty». Der Film über die Jagd auf Al-Kaida-Chef Osama Bin Laden startet am 19.12.2012 in einigen Kinos in den USA. Foto: Universal Pictures Germany (zu dpa-Korr. «Bigelow bringt Jagd nach Osama bin Laden ins Kino» vom 17.12.2012) ACHTUNG: Verwendung nur für redaktionelle Zwecke im Zusammenhang mit der Berichterstattung über den Film und bei Urheber-Nennung
এ সব ছবিতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে দেখানো হয় দেশপ্রেমিকের মতো করেছবি: picture-alliance/dpa

‘জিরো ডার্ক থার্টি'-র পরিচালক ক্যাথরিন বিগেলো অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছেন৷

অস্কারের জন্য মনোনীত তাঁর এ ছবি ইউরোপে মুক্তি পাবার আগে অভিযোগ অস্বীকার করে বিবৃতিও দিতে হয়েছে তাঁকে৷ গত ১৯শে ডিসেম্বর যুক্তরাষ্ট্রে মুক্তি পায় ‘জিরো ডার্ক থার্টি৷ এ সপ্তাহে মুক্তি পাবে ইউরোপের কিছু দেশে৷

পেন্টাগনের সঙ্গে হলিউডের সুসম্পর্ক অবশ্য নতুন কিছু নয়৷ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদর দপ্তরের কাছ থেকে যুদ্ধবিমান, ট্যাঙ্ক ও অন্যান্য সমরাস্ত্র নিয়ে চলচ্চিত্র নির্মাণের চল দেখা যাচ্ছে অনেক আগে থেকে৷ অস্কারে প্রথমবারের মতো সেরা ছবিকে পুরস্কৃত করা হয়েছিল ১৯২৯ সালে৷ পুরস্কারটি পেয়েছিল ‘উইংস'৷ ওই ছবিতেও ব্যবহার করা হয়েছিল যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর বিমান থেকে শুরু করে অনেক কিছু৷

এমন ছবি অনেক হয়েছে৷ কিন্তু যখনই যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সদর দপ্তরের পছন্দ নয় এমনভাবে কিছু করার চেষ্টা হয়েছে তখনই সহায়তার হাত সরিয়ে নিয়েছে পেন্টাগন৷ পরিচালক কেভিন কস্টনার তাঁর ‘থারটিন ডেজ' ছবিতে যুক্তরাষ্ট্রের তখনকার বিমান বাহিনী প্রধান জেনারেল কার্টিস লেম্যা-কে দেখিয়েছেন এক যুদ্ধবাজ সামরিক কর্মকর্তা হিসেবে৷ কিন্তু এ কারণে তাঁকে ছবির শুটিং করতে হয়েছিল ফিলিপাইন্স'এ গিয়ে৷ কী করবে অতি দেশপ্রেমিক হিসেবে লেম্যা-কে তুলে ধরতে রাজি না হওয়ায় পেন্টাগন তো বিমান, ট্যাঙ্ক এসব দিতেই রাজি হয়নি৷ এমন ঘটনা অনেক আছে৷ অলিভার স্টোনের ‘প্লাটুন', ফ্রান্সিস ফোর্ড কপোলার অ্যাপোকেলিপস নাউ' সহ ভিয়েতনাম যু্দ্ধ নিয়ে নির্মিত অনেক ছবির পরিচালকই কথা না শোনায় পেন্টাগন তাঁদের কোনো সহায়তা করেনি৷

এসিবি/এসবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য