হলিউডের স্বর্ণযুগের বিশিষ্ট ব্যাক্তিত্ব ব্যার্নার্ড হেরম্যান
৩০ জুন ২০১১১৯৪১ সালে তরুণ চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা অর্সন ওয়েলস-এর প্রথম ছায়াছবি ‘সিটিজেন কেইন'-এর সংগীত পরিচালনার মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে ব্যার্নার্ড হেরম্যান'এর আত্মপ্রকাশ৷ মাইল ফলক হিসেবে নন্দিত হয়েছে এই ছবি৷ আর সেরা সংগীত পরিচালক হিসেবে অস্কারের জন্য মনোনয়ন পান হেরম্যান৷
ব্যার্নার্ড হেরম্যান'এর জন্ম ১৯১১ সালে নিউ ইয়র্ক শহরে৷ জুলিয়ার্ড সংগীত স্কুলে শিক্ষা লাভ করার পর ১৯৩৪ সালে সিবিএস বেতার কেন্দ্রে অর্কেস্ট্রা পরিচালক হিসেবে যোগ দেন তিনি৷ এখানেই তাঁর পরিচয় হয় প্রতিভাধর পরিচালক অর্সন ওয়েলস'এর সাথে৷ ওয়েলস'এর বেশ কটি বেতার নাটকে সংগীত পরিচালনা করেন হেরম্যান৷ তার মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য এইচ জি ওয়েলস'এর কল্পবিজ্ঞান কাহিনি নিয়ে তৈরি ‘ওয়ার অফ দ্যা ওয়ার্ল্ডস'৷ ১৯৪০ সালে অর্সন ওয়েলস'এর সাথে তিনি পাড়ি জমান হলিউডের উদ্দেশে৷ ১৯৪২সালে ‘দ্যা ডেভিল অ্যাণ্ড ডেনিয়েল ওয়েবস্টার' ছবির সংগীতের জন্য অস্কার জয় করেন হেরম্যান৷ ১৯৫২ সালে গোল্ডেন গ্লোব'-এর মনোনয়ন পান সায়েন্স ফিকশন ছায়াছবি ‘দ্যা ডে দ্যা আর্থ স্টুড স্টিল'-এর জন্য৷
১৯৫৫ থেকে ৬৪ সাল - এই প্রায় এক দশক শুধুমাত্র চলচ্চিত্রকার অ্যালফ্রেড হিচককের ছায়াছবির জন্যই সংগীত রচনা ও পরিচালনা করেন হেরম্যান৷ যেমন সাড়া জাগানো শ্বাসরুদ্ধকর সেই ছায়াছবি ‘সাইকো'৷ ছবির আবহ সংগীত শুনে গায়ে কাঁটা দিয়েছে, রোমাঞ্চিত হয়েছেন দর্শকবৃন্দ৷
ফ্রঁসোয়া ত্রুফো, ব্রায়ান দ্য পালমা মার্টিন স্কর্সেসেএবং আরো বহু খ্যাতিমান চলচ্চিত্র পরিচালকের সাথে কাজ করেছেন তিনি৷ ১৯৭৫ সালের ২৪ শে ডিসেম্বর লস অ্যাঞ্জেলেসে, রোবার্ট দ্য নিরো অভিনীত এবং স্কর্সেসে পরিচালিত ছায়াছবি ‘ট্যাক্সি ড্রাইভার'-এর আবহ সংগীত শেষ করার ঠিক একদিন পর আর ঘুম থেকে জেগে ওঠেননি ব্যার্নার্ড হেরম্যান৷
প্রতিবেদন: মারুফ আহমদ
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক