হাঁটুতে চোট লাগায় আবারও বাদ পড়লেন বালাক
১৩ সেপ্টেম্বর ২০১০রবিবার স্ক্যান করার পর তাঁর হাঁটুর জখম ধরা পড়ে৷ ৩৩ বছর বয়সি বায়ার লেভারকুজেন-এর মধ্যমাঠের খেলোয়াড় শনিবার হানোফারের সঙ্গে ২-২ গোলে ড্র করেন৷ এবং এরপরেই তিনি খুঁড়িয়ে হাঁটছিলেন৷ রবিবার সকালেই এমআরআই স্ক্যান করে তাঁর হাঁটুর জখম ধরা পড়ে৷
ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন চেলসিয়ার সঙ্গে আর চুক্তি নবায়ন না করে, বুন্ডেসলিগায় ফিরে এসে নিজের অবস্থান গড়ে নেবার পর, এটিই সাম্প্রতিক ইনজুরি মিশায়েল বালাকের৷ তাঁর ডান গোড়ালিতে জখমের কারণে বিশ্ব কাপেও খেলতে পারেননি বালাক৷ ইউরো ২০১২-র বাছাই পর্বে চলতি মাসে বেলজিয়াম এবং আজারবাইজানের বিরুদ্ধেও খেলতে পারবেন না বালাক৷
গোড়ালির ইনজুরির পরে ফিটনেস ফিরিয়ে আনার চেষ্টায় হানোফারের বিরুদ্ধে শনিবারের খেলাটি ছিল বালাকের তৃতীয় লিগ ম্যাচ৷ কিন্তু ফিট থাকার চেষ্টা করেও ব্যর্থ হলেন বালাক৷ আগামী মাসে বার্লিনে অনুষ্ঠিত হবে তুরস্কের বিরুদ্ধে ম্যাচটি এবং এর চারদিন পরে অর্থাৎ ৮ই অক্টোবর আস্তানায় অনুষ্ঠিত হবে কাজাখস্তানের বিরুদ্ধে আরেকটি ম্যাচ৷
জার্মান জাতীয় দলের কোচ ইওয়াখিম ল্যোভ পুরো ব্যাপারটি নিয়ে তাঁর সমবেদনা প্রকাশ করেছেন৷ বালাক ইনজুরিমুক্ত হয়ে না ফেরা পর্যন্ত দলে অস্থায়ী স্কিপার হিসেবে খেলবেন ফিলিপ লাম৷ রবিবার জার্মান ফুটবল ফেডারেশনের এক বিবৃতিতে ল্যোভ বলেন, ‘‘মিশায়েলকে সুস্থ হয়ে ফিরতে হবে, এই ঘটনায় আমি দুঃখ বোধ করছি৷ আমি অবশ্যই তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি৷''
প্রতিবেদন: ফাহমিদা সুলতানা
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই