হাঙর যেভাবে নিজেকে পরিষ্কার রাখে
৪ নভেম্বর ২০১৫কোরাল রিফ অর্থাৎ প্রবাল-প্রাচীরে একসঙ্গে হাজার হাজার প্রাণী ঠাসাঠাসি করে থাকে৷ জটিল নিয়ম মেনে তারা সেখানে বসবাস করে৷ কে কাকে খাচ্ছে, তার চেয়েও বড় এই নিয়ম৷
কোরাল রিফ সাগরের মধ্যে এক শহরের মতো৷ অতি ক্ষুদ্র অমেরুদণ্ডী প্রাণী থেকে শুরু করে অবিশ্বাস্য সব বিচিত্র ধরনের মাছের বসবাস ঐ শহরে৷ আশ্চর্য রং আর আকারের জন্য কোরাল রিফের নাম হয়ে গেছে ‘সাগরের রেনফরেস্ট'৷ শিকারি হাঙরের মতো প্রাণীও আছে সেখানে৷
প্রবাল প্রাচীরের বাসিন্দারা তাদের রং, আকার ও চলন-বলনের সাহায্যে পরস্পরের মধ্যে যোগাযোগ করে৷ যেমন, ক্লিনার ফিশ অদ্ভুতভাবে নড়েচড়ে তার উপস্থিতি জানান দেয়৷
রিফ এলাকায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্লিনার ফিশ৷ কারণ বিভিন্ন মাছের ত্বক, ডানা, দাঁত ও শ্বাসযন্ত্রে থাকা পরজীবী প্রাণী ও অন্যান্য টিস্যুই তাদের খাবার৷
রিফ সিস্টেমে বিশেষ অবস্থানের কারণে ক্লিনার ফিশ অন্যদের ধরাছোঁয়ার বাইরে থাকে৷ শুধুমাত্র তারাই বড় বড় শিকারি মাছের কাছে নির্ভয়ে যেতে পারে৷ এমনকি যখন তারা শিকারি মাছের চোয়ালের মধ্যে কাজ করে তখনও তারা নিরাপদ৷
প্রায় সব সতেজ কোরাল রিফেই ক্লিনার ফিশ থাকে৷ নিজেদের শরীরে ক্লিনার ফিশকে আশ্রয় দিয়ে বিভিন্ন মাছ যেমন পরজীবী প্রাণী ও ত্বকের সমস্যামুক্ত হতে পারে, তেমনি ক্লিনার ফিশও খাবার পেয়ে থাকে৷
হাঙরের চোয়াল পরিষ্কারের জন্য ‘ব়্যাশ'-এর মতো এমন বিশেষজ্ঞ ফিশ প্রয়োজন৷ হাঙরের বড় করে চোয়াল খোলা পর্যন্ত তারা অপেক্ষা করে৷ অবশেষে পরিষ্কার-পরিচ্ছন্ন হয়ে হাঙর তার পথে এগিয়ে যাচ্ছে৷