1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হাঙর থেকে শিক্ষা

মার্ক ফন ল্যুপকে / জেডএইচ৩১ মার্চ ২০১৩

প্রকৃতি থেকে মানুষ শিক্ষা নিচ্ছে অনেকদিন ধরেই৷ এবার তারা ভিড়েছে হাঙরের কাছে৷ তার কাছ থেকে লাভবান হতে চায় জাহাজ শিল্প৷ সঙ্গে পরিবেশও৷

https://p.dw.com/p/187Ct
ছবি: imago/imagebroker

সমুদ্রে চলাচলকারী বড় বড় সব জাহাজের মালিকরা প্রতি বছর অনেক অর্থ ব্যয় করে শুধু জ্বালানির পেছনে৷ জার্মানির হামবুর্গের প্রকৌশলীরা চেষ্টা করে যাচ্ছেন এমন এক ‘কোটিং' বা পাতলা আবরণ তৈরির যেটা জ্বালানি খরচ কমাবে৷

প্রকৌশলীদের হিসেবে, এই ধরণের আবরণ আবিষ্কার করতে পারলে একটি জাহাজের পেছনে বছরে খরচ প্রায় তিন লক্ষ ডলার কমানো যাবে৷ শুধু তাই নয়, জ্বালানি নির্গমন কম হবে বলে সেটা পরিবেশের জন্যও হবে সুখবর৷

Hai-Tech
হাঙরের ত্বকে থাকা ‘রিবলেট'কে এখানে বড় করে দেখানো হয়েছেছবি: HSVA

হাঙরের ত্বক পর্যবেক্ষণ

হাঙরের ত্বকে রয়েছে বিশেষ ধরণের ‘রিবলেট' যেটা জলস্রোতের চাপ কমিয়ে হাঙরকে দ্রুত সামনের দিকে যেতে সহায়তা করে৷ প্রকৌশলীরা জাহাজের জন্য এই রিবলেট জাতীয় একটি আবরণ বের করার চেষ্টা করছেন৷

‘হামবুর্গ শিপ মডেল বেসিন' বা এইচএসভিএ এবং ‘ফ্রাউনহোফার ইনস্টিটিউট ফর ম্যানুফ্যাকচারিং টেকনোলজি অ্যান্ড অ্যাপ্লায়েড মেটেরিয়ালস রিসার্চ' নামক দুটি প্রতিষ্ঠান যৌথভাবে এই আবরণ তৈরির কাজ করে যাচ্ছে৷

তবে কবে নাগাদ এর ব্যবহার শুরু হতে পারে সেটা জানা যায় নি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য