হাঙর থেকে শিক্ষা
৩১ মার্চ ২০১৩সমুদ্রে চলাচলকারী বড় বড় সব জাহাজের মালিকরা প্রতি বছর অনেক অর্থ ব্যয় করে শুধু জ্বালানির পেছনে৷ জার্মানির হামবুর্গের প্রকৌশলীরা চেষ্টা করে যাচ্ছেন এমন এক ‘কোটিং' বা পাতলা আবরণ তৈরির যেটা জ্বালানি খরচ কমাবে৷
প্রকৌশলীদের হিসেবে, এই ধরণের আবরণ আবিষ্কার করতে পারলে একটি জাহাজের পেছনে বছরে খরচ প্রায় তিন লক্ষ ডলার কমানো যাবে৷ শুধু তাই নয়, জ্বালানি নির্গমন কম হবে বলে সেটা পরিবেশের জন্যও হবে সুখবর৷
হাঙরের ত্বক পর্যবেক্ষণ
হাঙরের ত্বকে রয়েছে বিশেষ ধরণের ‘রিবলেট' যেটা জলস্রোতের চাপ কমিয়ে হাঙরকে দ্রুত সামনের দিকে যেতে সহায়তা করে৷ প্রকৌশলীরা জাহাজের জন্য এই রিবলেট জাতীয় একটি আবরণ বের করার চেষ্টা করছেন৷
‘হামবুর্গ শিপ মডেল বেসিন' বা এইচএসভিএ এবং ‘ফ্রাউনহোফার ইনস্টিটিউট ফর ম্যানুফ্যাকচারিং টেকনোলজি অ্যান্ড অ্যাপ্লায়েড মেটেরিয়ালস রিসার্চ' নামক দুটি প্রতিষ্ঠান যৌথভাবে এই আবরণ তৈরির কাজ করে যাচ্ছে৷
তবে কবে নাগাদ এর ব্যবহার শুরু হতে পারে সেটা জানা যায় নি৷