1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হাসপাতালে ‘দুর্নীতি’: খবর প্রকাশ করায় সাংবাদিকের হাতে হাতকড়া

১১ জুলাই ২০২১

‘৩০০ টাকা বরাদ্দে রোগী পায় ৭০ টাকার খাবার’, এমন খবর প্রকাশ করে ঠাকুরগাঁওয়ের তিন সাংবাদিক ডিজিটাল আইনের মামলার শিকার হয়েছে৷ তাদের একজনকে গ্রেপ্তারের পর অসুস্থতার কারণে আদালত জামিন দিয়েছেন৷

https://p.dw.com/p/3wKSz
তানভীর হাসান তানুকে রোববার আদালতে হাজির করা হলে অসুস্থতার কারণে জামিন দেয়া হয়৷ ছবি: Jeebon Haq

খবরটি ছিলো ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতাল নিয়ে৷ সপ্তাহ খানেক আগে বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে এ নিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয় ওই হাসপাতালে করোনা রোগীদের জন্য প্রতিদিন খাবারের বরাদ্দ ৩০০ টাকা৷ কিন্তু তাদের প্রতিদিন যে খবার দেয়া হয় তার দাম ৭০ টাকা৷

প্রতিবেদনগুলোতে খাবারের ছবি, রোগীদের অভিযোগ ও কর্তৃপক্ষের বক্তব্য প্রকাশ করা হয়৷ কিন্তু এরপর গত শুক্রবার তিন সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. নাদিরুল ইসলাম৷ মামলায় যে তিনজনকে আসামি করা হয় তারা হলেন, ইনডিপেনডেন্ট টেলিভিশনের তানভীর হাসান তানু, বাংলাদেশ প্রতিদিনের আব্দুল লতিফ লিটু এবং নিউজ বাংলা টুয়েন্টিফোর ডটকমের ঠাকুরগাঁও প্রতিনিধি রহিম শুভ৷

তানভীর হাসান তানু শনিবার সন্ধ্যায় সদর থানায় গেলে পুলিশ তাকে ওই মামলায় আটক করে৷ রোববার তাকে আদালতে হাজির করা হলে অসুস্থতার কারণে আদালত জামিন দেন৷ মামলার আসামি অন্য দুইজন সাংবাদিকের একজন রহিম শুভ জানান, ‘‘আটকের পর তানুকে হাতকড়া পরিয়ে থানার লকআপে রাখা হয়৷ তিনি করোনা পজেটিভ ছিলেন, দুইদিন আগে নেগেটিভ হন৷ গভীর রাতে তার শ্বাসকষ্ট হলে থানা থেকেই তাকে হাতকড়া পরানো অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়৷ সেখান থেকেই রবিবার তাকে একই অবস্থায় আদালতে পাঠানো হয়৷

তানভীর হাসান তানু

জামিন পাওয়া সাংবাদিক তানভির হাসান তানু অভিযোগ করেন, ‘‘গোপনে মামলা করায় আমি জানতাম না৷ থানায় পেশাগত কাজে গেলে আমাকে আটক করা হয়৷ আমি বারবার অসুস্থতার কথা বলার পরও আমাকে হাতকড়া পরানো হয়৷’’

তিনি বলেন, ‘‘আমার প্রতিবেদনে কোনো অসত্য তথ্য নাই৷ নানা ফলসহ হরলিক্স দেয়ার কথা থাকলেও তা দেয়া হয় না৷ বাজার যাচাই করে দেখেছি যে খাবার দেয়া হয় তার দাম ৭০-৮০ টাকার বেশি না৷ অথচ বরাদ্দ ৩০০ টাকা৷ হাসপাতালের তত্ত্বাবধায়কও আমাকে দেয়া সাক্ষাৎকারে স্বীকার করেছেন করোনার ব্যস্ততার কারণে নজর দিতে পারেননি, কিছু সমস্যা হয়েছে৷ তারপরও মামলা করা হলো৷’’

তিনি অভিযোগ করেন, এই মামলায় স্থানীয় এমপির হাত আছে৷ কারণ খাবারের ঠিকাদার এমপির কাছের লোক৷ আর মামলা করার কথা ঠিকাদারদের কিন্তু মামলা করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক৷

তিনি জানান, ‘‘ওই প্রতিবেদনের পর ৩০০ কোটি টাকার আরেকটি অনিয়ম নিয়ে আমরা কাজ করছিলাম৷ ধারণা করি সে কারণেই মামলা হয়েছে৷’’ তিনি বলেন, সাংবাদিকদের চাপে রাখতে এখন মামলার কৌশল অবলম্বন করা হচ্ছে৷ দুর্নীতি অনিয়মের খবর প্রকাশ করায় এর আগেও একইভাবে মামলা হয়েছে৷ এটা নিয়ে সাংবাদিকরা আতঙ্ক আছেন৷

আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. নাদিরুল ইসলাম মামলার অভিযোগে বলেছেন, তারা তদন্ত করে দেখেছেন ওই প্রতিবেদনের তথ্য সত্য নয়৷ ওই খবর প্রকাশ হওয়ায় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে৷ আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটার আশঙ্কা দেখা দিয়েছে৷

ডা. মো. নাদিরুল ইসলাম

তিনি রোববার সন্ধ্যায় ডয়চে ভেলেকে বলেন, ‘‘এবছর করোনা বেড়ে যাওয়ার পর কয়েকটা দিন অসঙ্গতি দেখা দেয়৷ দুধ পাওয়া না যাওয়ায় দুধ দেয়া হচ্ছিল না৷ আমরা ঠিকাদারকে বলেছি দুধের সমপরিমাণ দামের ডিম দিতে৷ তারা লিখেছেন, ৭০ টাকার খাবার দেয়া হয়৷ আমার প্রশ্ন ৭০ টাকায় তিন বেলা খাবার দেয়া কি বাংলাদেশে সম্ভব?’

তার দাবি, ‘‘প্রতিবেদনে আমাদের বক্তব্য দেয়া হয়েছে৷ তারা আসলে হাসপাতালে আসেননি, আমাদের সঙ্গে কথাও বলেননি৷’’

ঠিকাদারের পরিবর্তে তিনি মামলা কেন করলেন জানতে চাইলে বলেন, ‘‘ব্যবস্থাপনা কমিটির নির্দেশে মামলা হয়েছে৷ স্থানীয় এমপি এই কমিটির সভাপতি৷’’

তিনি আরো বলেন, ‘‘এর আগেও কিছু প্রতিবেদন হয়েছিল সামাজিক দূরত্ব না মানা এবং মাস্ক না পরা নিয়ে৷ তখন আমরা সাংবাদিকদের অনুরোধ করেছিলাম আর প্রতিবেদন না করতে৷ সমস্যার সমাধান যদি হয়ে যায় তাহলে প্রতিবেদন করা কী দরকার৷ কারণ প্রতিবেদন করলে জনরোষ হয়৷ চিকিৎসকরা বিপদে পড়েন৷ কিন্তু তারা আমাদের কথা শোনেননি৷’’

তার কথা , ‘‘আমরা করোনার জন্য এত কাজ করছি সেটা নিয়ে প্রতিবেদন না করে অসত্য প্রতিবেদন করা হচ্ছে৷’’

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান