1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিইসরায়েল

হিজবুল্লার বিরুদ্ধে সংঘর্ষ-বিরতি ভঙ্গের অভিযোগ ইসরায়েলের

৩ ডিসেম্বর ২০২৪

ইসরায়েলের প্রধানমন্ত্রী স্বয়ং এই অভিযোগ করেছেন। সীমান্তে হিজবুল্লা আক্রমণ চালিয়েছে বলে নেতানিয়াহুর অভিযোগ।

https://p.dw.com/p/4nfRm
লেবাননের রাস্তায় সামরিক গাড়ি
লেবাননের পরিস্থিতিছবি: Hussein Malla/AP/picture alliance

লেবানন সীমান্তের কাছে সোমবার হিজবুল্লা একটি ইসরায়েলি সামরিক ঘাঁটিতে আক্রমণ চালিয়েছে বলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অভিযোগ। হিজবুল্লাকে এর জবাব দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন তিনি।

হিজবুল্লার দাবি, ইসরায়েলের আক্রমণ থামাতেই তারা সীমান্তে ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে আক্রমণ চালিয়েছিল। আত্মরক্ষার তাগিদেই এই আক্রমণ বলে তারা দাবি করেছে।

অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, সীমান্ত পার করে তাদের ঘাঁটিতে হিজবুল্লা দুইটি মিসাইল ছুঁড়েছিল। দুটি মিসাইলই সফলভাবে অকেজো করা হয়েছে। হতাহতের কোনো ঘটনা ঘটেনি। কিন্তু এই আক্রমণকে সংঘর্ষ-বিরতি লঙ্ঘন বলেই মনে করছে তারা। এর জবাব দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য যে সীমান্তে এই ঘটনা ঘটেছে, সেখানে সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে বিতর্ক আছে। লেবানন ওই সীমান্তকে সেবা ফার্ম বলে চিহ্নিত করে। ইসরায়েল ওই সীমান্তকে বলে মাউন্ট ডোভ। জাতিসংঘের মধ্যস্থতায় ওই অঞ্চলে একটি সীমান্ত রফা হয়েছে।

লেবাননের দাবি, সোমবারই ইসরায়েল লেবানন সীমান্তে পাল্টা আক্রমণ চালিয়েছে। তাতে অন্তত নয় জনের মৃত্যু হয়েছে বলে দাবি। তিনজন গুরুতর আহত। দক্ষিণ লেবাননে এই আক্রমণ হয়েছে বলে জানানো হয়েছে।

বস্তুত, সোমবার লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েল আক্রমণ চালিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। লেবানন পার্লামেন্টের স্পিকার অভিযোগ করেছেন, সংঘর্ষ-বিরতি জারি হওয়ার পর ইসরায়েল অন্তত ৫০ বার তা লঙ্ঘন করেছে।

অ্যামেরিকা এবং ফ্রান্সের মধ্যস্থতায় গত সপ্তাহেই ষাট দিনের সংঘর্ষ-বিরতির চুক্তি সই হয়েছে হিজবুল্লা এবং ইসরায়েলের মধ্যে। কিন্তু চুক্তি হলেও বার বার সেই চুক্তি লঙ্ঘিত হচ্ছে বলে অভিযোগ উঠছে। প্রায় প্রতিদিনই দুই পক্ষের মধ্যে গোলাগুলি বিনিময় হচ্ছে বলে জানা গেছে।

তবে পেন্টাগনের দাবি, কোনো কোনো এলাকায় চুক্তি লঙ্ঘিত হলেও অধিকাংশ ক্ষেত্রেই লড়াইয়ের পরিমাণ আগের চেয়ে অনেক কমেছে।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি)