হিজাব নিষিদ্ধ করায় মানবাধিকার সংগঠনের তীব্র সমালোচনা
২৫ মার্চ ২০০৯সারা জার্মানিতে ১৬টি রাজ্যের মধ্যে ৮টি রাজ্যেই আইন করে স্কুল শিক্ষিকাদের জন্যহিজাব পরা নিষিদ্ধ করা হয়েছে৷ সরকারী স্কুলগুলোতে কোন অবস্থাতেই কোন শিক্ষিকা হিজাব পরে ক্লাস নিতে পারবেন না ঐ সব রাজ্যে৷
৯০ দশকের শেষের দিকে হঠাৎ করেই মাথায় হিজাব পরা নিয়ে হৈ চৈ শুরু হয়ে যায় জার্মানিতে৷ সে সময় বাডেন ভ্যুর্টেমব্যার্গ রাজ্যের আফগান বংশোদ্ভূত স্কুল শিক্ষিকা – ফারিশতা লুদিন বেশ জোর গলায় বলেছিলেন, তিনি মাথায় হিজাব পরে স্কুলে পড়াবেন৷ স্কুল কর্তৃপক্ষ তাতে বাধা দিয়েছিল৷ কিন্তু তিনি তা মেনে নেননি৷ তিনি আইনের আশ্রয় নিয়েছিলেন এবং কার্লসরুয়ের সাংবিধানিক আদালতে মামলা করেন৷ ২০০৩ সালে আদালত রায় দেয়, কোন আইনী নিষেধাজ্ঞা ছাড়া মুসলমান শিক্ষিকাদের মাথায় হিজাব পরা নিষিদ্ধ ঘোষণা করা যাবে না৷ তবে এর মধ্যে দিয়েই পরিষ্কার বুঝিয়ে দেয়া হয় যে, আইন প্রণয়ন করে মাথায় হিজাব পরা নিষিদ্ধ করা যেতে পারে৷ ফলশ্রুতিতে পরবর্তী ৫ বছরে ৮টি রাজ্যে আইন করে স্কুল শিক্ষিকাদের হিজাব পরা নিষিদ্ধ করা হয়৷ ৮টি রাজ্যের মধ্যে বাডেন ভ্যুর্টেমব্যার্গ, বাভারিয়া, বার্লিন, হেসে, লোয়ার স্যাক্সনি, নর্থরাইন ওয়েস্টফেলিয়া এবং জারল্যান্ডে আইন করে স্কুলে কর্মরত অবস্থায় মাথায় হিজাব পরা নিষিদ্ধ ঘোষণা করা হয়৷
২৬ ফেব্রুয়ারি বার্লিনে প্রায় ৭৩ পাতার এক প্রতিবেদন পেশ করে হিউম্যান রাইট্স ওয়াচ৷ প্রতিবেদনের শিরোনাম ছিল ‘নিরপেক্ষতার নামে বৈষম্য'৷ ২০০৮ সালে বিভিন্ন সমীক্ষা চালিয়ে এই প্রতিবেদনটি তৈরি করা হয়৷ বিভিন্ন রাজ্য ঘুরে অন্তত ৭২ জনের সঙ্গে কথা বলা হয়, সাক্ষাৎকার গ্রহণ করা হয়৷ এদের মধ্যে রাজনীতিবিদ, বিজ্ঞানী, এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ছিলেন৷ এদের মধ্যে ছিসেন প্রায় ৩৪ জন মুসলমান নারী যাঁরা সরাসরি এই নিষেধাজ্ঞার ভুক্তভোগী৷
হিউম্যান রাইট্স ওয়াচ-এর ইউরোপীয় প্রধান আইনজীবী হালেহ চাহরোখ বলেন, অনেকেই তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন৷ তাঁরা প্রসবকালীন ছুটিতে গিয়ে আর কর্মস্থলে যোগদান করেননি৷ পেশার কারণে ধর্মকে এড়িয়ে যেতে চান নি তাঁরা৷এঁদের কেউ কেউ চলে গেছেন অন্যান্য রাজ্যে, যেখানে এই বাধা নেই৷ কেউ কেউ আবার এই দেশ ছেড়েই চলে গেছেন৷ তবে অনেক মহিলা চাকুরী টিকিয়ে রাখতে হিজাব পরা বন্ধ করেছেন৷ তবে তাঁদের হিজাব না পরা শুধুমাত্র কর্মস্থলেই সীমাবদ্ধ৷
ভুক্তভোগী অনেক নারীই জানিয়েছেন, এই আইনের পর তাঁরা নিজেদের পরবাসী মনে করছেন - যেন জার্মানি আর তাঁদের দেশ নয়৷ অথচ অনেকের জন্ম এখানেই অথবা জন্মের পরপরই পরিবারের সঙ্গে চলে এসেছেন জার্মানিতে এবং তার পর থেকে এখানেই বসবাস করছেন৷ হঠাৎ করে তাঁরা নিজেদের বিচ্ছিন্ন বলে মনে করছেন৷
হিউম্যান রাইট্স ওয়াচ- এর প্রতিবেদনে জানানো হয় - যাঁরা মাথায় হিজাব পরছেন, তাঁরা অনেক ঝুঁকি নিচ্ছেন৷ অনেকেই পড়াশোনায় বেশ ভালো করলেও কোন চাকুরী তারা পাচ্ছেন না, কারণ তাঁরা কোন অবস্থাতেই ধর্মকে উপেক্ষা করে পেশাকে অগ্রাধিকার দিতে রাজি নন৷ হয় চাকুরী – নয়তো মাথায় হিজাব দেয়া – যে কোন একটিকে তাঁরা ধরে রাখতে চান৷ অনেকেই চাকুরীতে যোগদান করতে পারছেন না, কারণ হিজাব পরে কোন অবস্থাতেই স্কুলের কর্মস্থলে প্রবেশ করা যাবে না৷
হিউম্যান রাইট্স ওয়াচ জার্মানির সংশ্লিষ্ট রাজ্যগুলিকে তাদের এই আইনী নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করতে অনুরোধ জানিয়েছে৷
হিউম্যান রাইটস ওয়াচ-এর এই রিপোর্ট নিয়ে সমালোচনাও হয়েছে৷ নারী সংগঠন ‘তের দ্য ফাম' দাবি করেছে, কিছু রাজ্যে স্কুল শিক্ষিকাদের হিজাব পরা নিষিদ্ধ করে যে আইন পাশ করা হয়েছে তা যেন শিথিল করা না হয়৷ এই সংগঠন মনে করে, যে-সব মুসলিম মেয়েরা এই নিষেধাজ্ঞায় খুশি অথবা যাদের হিজাব পরতে বাধ্য করা হয় তাদের কথা হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্টে৷
প্রতিবেদক: মারিনা জোয়ারদার, সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারুক