1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হিটলারকে নিয়ে বলিউড ছবির বিরুদ্ধে প্রতিবাদের ঝড়

১৮ জুন ২০১০

আডল্ফ হিটলার৷ সুপরিকল্পিতভাবে প্রায় ৬০ লক্ষ মানুষের নিধন যজ্ঞের আয়োজন করে বিশ্বের ইতিহাসে যিনি নিজের নাম ‘অমর’ করে গেছেন৷ তাকে নিয়েই চলচ্চিত্র বানাচ্ছে বলিউড৷ উঠেছে প্রতিবাদের ঝড়৷

https://p.dw.com/p/Nu8L
বুখেনভাল্ডে নাৎসি বন্দীশিবির: ‘ডিয়ার ফ্রেন্ড হিটলার'?ছবি: AP

বলিউডে ‘থিম'এর অভাব হবে – এমনটা ভাবাই যায় না৷ কিন্তু ‘ডিয়ার ফ্রেন্ড হিটলার' নামের একটি ছবি তৈরি হচ্ছে, এমন খবর শুনে চারিদিকে ভ্রূকুটি উঠেছিল৷ জীবনের শেষ দিনগুলিতে ‘মানুষ' হিসেবে হিটলারের সুখ-দুঃখ, আবেগ, দুর্বলতা – এইসব তুলে ধরা হচ্ছে৷ আগামী মাস থেকেই শুটিং শুরু হওয়ার কথা৷ স্থির হয়েছিল, হিটলার'এর ভূমিকায় অভিনয় করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেতা অনুপম খের৷ হিটলারের সঙ্গিনী এভা ব্রাউন'এর ভূমিকায় থাকবেন বলিউড নায়িকা নেহা ধুপিয়া৷ ভারতের প্রতি হিটলার'এর ‘ভালবাসা'ও তুলে ধরা হবে এই ছবিতে, যার ঐতিহাসিক ভিত্তি যথেষ্ট বিতর্কিত৷

বহ জাতি-ধর্ম-বর্ণের দেশ ভারত৷ ছোট হলেও রয়েছে এক ইহুদি সমাজ৷ অনেকেই পাকাপাকিভাবে ইসরায়েল বা অন্যত্র চলে গেলেও এখনো প্রায় ৫,০০০ ইহুদি ভারতে বসবাস করেন৷ বলিউড'এ হিটলার'কে গৌরবের আসনে বসানো হচ্ছে, এমন খবর পেয়ে তাঁরা চুপ করে বসে থাকতে পারেন নি৷ তাঁদের প্রতিবাদের মুখে অনুপম খের স্থির করেছেন, তিনি হিটলারের চরিত্রে অভিনয় করবেন না৷ উল্লেখ্য, বলিউডের এই পরিকল্পনার কথা শুনে ইসরায়েলেও ক্ষোভ দেখা যাচ্ছে৷

প্রশ্নটা হিটলারকে নিয়ে ছবি করা নয়৷ খোদ জার্মানিতেও সম্প্রতি হিটলারকে নিয়ে বেশ কয়েকটি ছবি তৈরি হয়েছে৷ তবে সেই সব ছবিতে ইহুদি-নিধন যজ্ঞের হোতাকে মোটেই ‘মহান নেতা' বা ‘আবেগসর্বস্ব মানুষ' হিসেবে তুলে ধরা হয় নি৷ ঐতিহাসিক বাস্তব অটুট রেখেই নতুন দৃষ্টিভঙ্গীতে হিটলার'এর মূল্যায়নের চেষ্টা করা হয়েছে৷ তবে তার জন্য প্রয়োজন এমন পরিচালক, যিনি সঠিক প্রেক্ষাপটে সেই ভয়ঙ্কর যুগের বিভিন্ন দিক তুলে ধরতে পারেন৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী