হিটলারকে হত্যা প্রচেষ্টার ৬৬তম বার্ষিকী
২১ জুলাই ২০১০১৯৪৪ সালের সেই দিনেই বার্লিনের বেন্ডলার ব্লকে হত্যা করা হয় হিটলার তথা নাৎসি বিরোধী কয়েক সেনা সদস্যকে৷ সেই বেন্ডলার ব্লকেই এখন জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয়৷ মঙ্গলবার সেখানে সমবেত হন জার্মানির রাজনৈতিক ব্যক্তিবর্গ, উর্ধ্বতন সেনা কর্মকর্তারা৷ জার্মান প্রতিরক্ষা মন্ত্রী কার্ল থেওডোর সু গুটেনবের্গ নিহত সেনাদের প্রতি সমবেদনা জানান৷ প্রশংসা করেন তাদের বীরত্বের৷ পুষ্পার্ঘ অর্পণ করেন নিহতদের স্মৃতিবেদিতে৷ এভাবেই পালন করা হয় হিটলারকে হত্যার ব্যর্থ চেষ্টার ৬৬তম বার্ষিকী৷
ঠিক কী ঘটেছিল ১৯৪৪ সালের ২০ জুলাই? হিটলারের নির্মম অত্যাচারে তখন অতিষ্ঠ সবাই৷ তার সেই ধ্বংসযজ্ঞ থামাতে নাৎসি নেতাকে হত্যার পরিকল্পনা করেন ৩৬ বছর বয়সি কর্নেল ক্লাউস শেঙ্ক ফন স্টাউফেনব্যার্গ এবং তাঁর কয়েকজন সহযোগী৷ পরিকল্পনা অনুযায়ী, বর্তমান পোল্যান্ডের একটি গোপন সেনা ঘাঁটিতে ব্রিফকেসে করে বোমা রেখে আসেন স্টাউফেনব্যার্গ৷ হিটলার যুদ্ধ পরিচালনার জন্য মাঝে মাঝে যেতেন সেই সেনা ঘাঁটিতে৷ ২০ জুলাইও গিয়েছিলেন৷ কিন্তু বোমা বিস্ফোরণের পরও বেঁচে যান হিটলার৷
কিন্তু স্টাউফেনব্যার্গসহ হত্যা পরিকল্পনাকারীদের চারজনকে সেদিন হত্যা করা হয় বার্লিনের বেন্ডলার ব্লকে৷ কয়েকজনকে আটকের পর অত্যাচার করে মারা হয়৷
হিটলারকে হত্যা চেষ্টার পরিকল্পনাকারী একজন সেনা কিন্তু এখনো বেঁচে আছেন৷ তাঁর নাম এওয়াল্ড-হেনরিশ ফন ক্লাইস্ট৷ ক্লাইস্ট এর বয়স এখন ৮৮ বছর৷ হত্যা চেষ্টা ব্যর্থ হবার পর তাঁকে পাঠিয়ে দেয়া হয় নাৎসি শিবিরে৷ কিন্তু উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে ক্লাইস্টকে প্রাণদণ্ড দেয়া হয়নি৷ মঙ্গলবার বার্লিনে চ্যান্সেলর ম্যাকের্লের সঙ্গে দেখা গেছে তাঁকে৷ আবেগ আপ্লুত ক্লাইস্ট বলেন, ‘‘প্রায়ই শোনা যায়, এই হত্যা চেষ্টা অনেক দেরিতে করা হয়েছিল৷ এটা সত্যি৷ কিন্তু দুর্ভাগ্যবশত তার আগে কেউ এমন চেষ্টা করেনি৷''
উল্লেখ্য, হিটলারকে হত্যার সেই চেষ্টা নিয়ে সম্প্রতি একটি সিনেমাও হয়েছে৷ নাম ভাল্কিয়েরি৷ স্টাউফেনব্যার্গের চরিত্রে সেখানে অভিনয় করেন টম ক্রুজ৷
প্রতিবেদন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই