দুনিয়া দখলের স্বপ্ন দেখছে আইএস
১৯ আগস্ট ২০১৫দৃশ্যত এক অনামা পাকিস্তানি নাগরিক – যার তালেবানের সঙ্গে অভ্যন্তরীণ যোগাযোগ আছে – এএমআই-এর হাতে দলিলটি তুলে দেন৷ এএমআই তাদের এই সূত্রের পরিচয় গোপন রেখেছে, তবে ইউএসএ টুডে পত্রিকাকে তা জানিয়েছে৷ ইতিপূর্বে দলিলটি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে উর্দু থেকে ইংরেজিতে অনুবাদ করা হয় এবং মার্কিন গুপ্তচর বিভাগের তিনজন সাবেক ও কর্মরত কর্মকর্তাকে দেখানো হয়৷ কর্মকর্তারা দলিলটি প্রামাণ্য বলে ঘোষণা করেছেন৷
ইউএসএ টুডে-র প্রতিবেদনের প্রায় দু'সপ্তাহ পরে বিষয়টি একাধিক ব্রিটিশ ট্যাবলয়েড ও পত্রিকায় স্থান পেয়েছে, যেমন ডেইলি মেল, ডেইলি এক্সপ্রেস অথবা ডেইলি মিরর-এর অনলাইন সংস্করণে৷ বিশেষত যখন ব্রিটিশ পুলিশ ও গোয়েন্দা বিভাগ আগামী শনিবার রানি এলিজাবেথের উপর আক্রমণের সম্ভাবনা নিয়ে ব্যতিব্যস্ত, তখন পাঁচ বছরের মধ্যে দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও দক্ষিণ-পশ্চিম ইউরোপের একাংশে আইএস-এর আধিপত্য জাহির করার পরিকল্পনা গুরুত্ব পাবে বৈকি – অন্তত খবর হিসেবে৷ যদিও কিছু কিছু বিশ্লেষকের মতে দলিলটি আইএস-এর ওপরমহলের না হয়ে, কোনো আইএস অনুপ্রাণিত সমর্থকের মস্তিষ্কপ্রসূত হতে পারে৷ যেমন পশ্চিমি বিশ্ব কিংবা ইউরোপকে যুদ্ধক্ষেত্র হিসেবে ঘোষণা না করে, ভারতকে ভবিষ্যৎ রণাঙ্গণ বলে ঘোষণা করাটা অপ্রত্যাশিত – যেমন অপ্রত্যাশিত উত্তর আফ্রিকা তথা আরব বিশ্ব জুড়ে সশস্ত্র অভ্যুত্থানের আহ্বান৷
৩২ পাতার দলিলটিকে নাৎসি নেতা আডল্ফ হিটলারের ‘‘মাইন কাম্ফ''-এর সঙ্গে তুলনা করাটাও সম্ভবত রগরগে সাংবাদিকতার খাতিরে, যদিও ছ'টি পর্যায়ে বিশ্ব দখলের পরিকল্পনা ‘‘ইসলামিক স্টেট খিলাফতের সংক্ষিপ্ত ইতিহাস''-এও বিধৃত করা হয়েছে৷ ষষ্ঠ এবং চূড়ান্ত পর্যায়ের লড়াই শুরু হবে ২০১৭ সালে, চলবে ২০২০ সাল অবধি – এই হলো ভবিষ্যদ্বাণী৷
ভবিষ্যতের পরিকল্পনা যাই হোক, ইসলামিক স্টেট জঙ্গিরা বর্তমানেও নজর কাড়ছে তাদের নৃশংসতা ও নির্মমতা দিয়ে৷ আইএস দু'হাজার বছরের পুরনো রোমক শহর পালমিরা দখল করে গত মে মাসে৷ এবার তারা সিরিয়ার প্রখ্যাততম প্রত্নতত্ত্ববিদ ৮১ বছর বয়সি খালেদ আল-আসাদের শিরশ্ছেদ করেছে – এবং পরে তাঁর দেহ একটি রোমক খিলানের সঙ্গে বেঁধে রেখেছে৷ সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা ও ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস-এর খবর অনুযায়ী, আল-আসাদকে মঙ্গলবার পালমিরার মিউজিয়ামের সামনে হত্যা করা হয়৷
এসি/ডিজি (এপি, রয়টার্স, এএফপি)